আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাশ্মীর উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনার হাতে আটক বিএসএফ জওয়ান

স্টাফ রিপোর্টার
কাশ্মীর উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনার হাতে আটক বিএসএফ জওয়ান

জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওকাণ্ড নিয়ে উত্তেজনার মধ্যেই পাকিস্তানি সেনার হাতে আটক হয়েছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর এক জওয়ান।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভুল করে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের সীমান্ত পেরিয়ে পাকিস্তানে অভ্যন্তরে চলে গিয়েছিলেন ওই জওয়ান। সঙ্গে সঙ্গেই তাকে আটক পাকিস্তানি রেঞ্জার্স সেনারা। ঘটনাটি ঘটেছে বুধবার।

বিজ্ঞাপন

ওই জওয়ানকে দেশে ফিরিয়ে আনতে পাকিস্তানি সেনার সঙ্গে বিএসএফ এরই মধ্যে পতাকা বৈঠকে বসেছে বলেও দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলায় ২৬ জন নিহত হয়েছেন। এর জেরে নতুন করে টানাপড়েন তৈরি হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। এই পরিস্থিতির মধ্যেই পাকিস্তান রেঞ্জারের হাতে আটক হন বিএসএফের ১৮২ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পিকে সিং। তিনি ফিরোজপুর সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে কর্মরত ছিলেন। সূত্র: ইকোনমিক টাইমস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন