স্থাপত্যশিল্পে অনলাইন প্রতারণার ফাঁদে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ২০: ৪৪

উত্তর কোরিয়ার অনলাইন প্রতারকরা শুধু কোডিং ও প্রযুক্তিই নয়, তারা এখন আর্কিটেকচার ও সিভিল ডিজাইনের প্রতারণায়ও জড়িয়েছে। তারা বিভিন্ন মিথ্যা পরিচয়, নকল সিভি ও সামাজিক নিরাপত্তা নম্বর উপস্থাপন করে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের প্রতিষ্ঠানগুলোর কাছে নিজেদেরকে ‘ফ্রিল্যান্স স্থাপত্য ও কাঠামোগত প্রকৌশলী’ হিসেবে তুলে ধরছে।

শুক্রবার (১০ অক্টোবর) ওয়্যার্ড ম্যাগাজিনের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়।

বিজ্ঞাপন

সাইবার নিরাপত্তা সংস্থা (কেইএলএ) একটি রিপোর্টে বলা হয়েছে, উত্তর কোরিয়ার এই প্রতারকরা বিভিন্ন নেটওয়ার্ক থেকে অনেক ২ডি এবং ৩ডি কেড (কম্পিউটার এইডেড ডিজাইন) ফাইলসহ আর্কিটেকচারের নকশা প্রস্তাব ও প্রদর্শন করেছে।

প্রকল্প অনুমোদন ও স্থানীয় নির্মাণ বিধি মেনে চলার অনুমোদন স্ট্যাম্প ও সিল নিয়ে কাজ করে দেওয়ার দাবি এই প্রতারকদের। তারা আরো প্রস্তাব দিচ্ছে- নগর পরিকল্পনা, বাড়ির আদর্শ নকশা, সুইমিং পুল থেকে ছাদ, মেঝে, ছাপা লেবেলসহ সবকিছু— এবং এমনকি ক্লায়েন্টদেরকে ‘নির্মাণ অনুমোদনের নথি’ সরবরাহেরও আশ্বাস দিচ্ছে।

ওয়্যার্ড ম্যাগাজিনের প্রতিবেদন থেকে আরো জানা যায়, গিটহাব ও গুগল ড্রাইভে এই কার্যক্রমের অনেক ফাইল ও মিথ্যা পরিচয়ের তালিকা পাওয়া গেছে। সাইবার নিরাপত্তা সংস্থা (কেইএলএ) এর কাছে থাকা তথ্যে বলা হচ্ছে কোরিয়ান এই প্রতারকরা কাজের বিষয়ে এফবিআইসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে অবহিত করেই কাজ চালিয়ে যাচ্ছে ।

উল্লেখ্য, পূর্বেও কানাডার টরন্টোর এক স্থপতির সিল ও স্বাক্ষর নকল করার প্রমাণ পাওয়া গেছে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রতারণা ‘শুধু সম্ভাব্যতা নয়, বাস্তব’। এতে প্রশ্ন ওঠে : এই নকশাগুলো কি সত্যিই বাস্তব নির্মাণে রূপ নিচ্ছে কি না? এবং যদি তাই হয়ে থাকে, তাহলে নিরাপত্তা ও প্রযুক্তিগত মান ঠিক কতটা মেনে চলা হয়েছে?

এক বিশ্লেষক বলেন, এটি এমন এক ধাপ যেখানে তারা এমন জায়গায় যাচ্ছে যেখানে আমরা সাধারণত নজর দিই না।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত