আমার দেশ অনলাইন
পাকিস্তানের উত্তর বেলুচিস্তানে একটি বাসে হামলা চালিয়ে কমপক্ষে নয় যাত্রীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, নয় যাত্রীকে প্রথমে অপহরণ করে সন্ত্রাসীরা। এরপর তাদের গুলি করা হয়।
শুক্রবার বেলুচিস্তানের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, কোয়েটা থেকে লাহোরগামী একটি বাসে বন্দুকধারীরা হামলা চালায়। উত্তর বেলুচিস্তানের ঝোব শহরের কাছে এই ঘটনাটি ঘটে। সশস্ত্র হামলাকারীরা বাস থামিয়ে বেছে বেছে নয়জনকে চিহ্নিত করে তুলে নিয়ে গিয়ে হত্যা করে।
ঝোবের সহকারী কমিশনার নাভিদ আলম জানান, মৃতদেহ বেলুচিস্তানের বারখান জেলার রেখনি হাসপাতালে রাখা হয়েছে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র শহিদ রিন্দ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, ‘সন্ত্রাসীরা বাস থেকে যাত্রীদের টেনে নামিয়ে, তাদের শনাক্ত করে এবং তারপর নয়জন নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে।’
তিনি বলেন, অপহরণের খবর পেয়ে নিরাপত্তা বাহিনী দ্রুত সেখানে যায়। তবে তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তবে, তাদের খুঁজে বের করার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। আশেপাশের অঞ্চলে তল্লাশি চলছে।
মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি যাত্রীদের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে, হামলার জন্য সন্ত্রাসী সংগঠন ফিতনা-ই-হিন্দুস্তানকে দায়ী করেছেন। বুগতি বলেন যে আক্রমণকারীরা ইচ্ছাকৃতভাবে তাদের পাকিস্তানি পরিচয়ের ভিত্তিতে নিরীহ বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করেছে। এ হামলাকে ক্ষমার অযোগ্য অপরাধ বলে অভিহিত করেছেন তিনি।
বুগতি বলেন, আক্রমণকারীরা ইচ্ছাকৃতভাবে তাদের পাকিস্তানি পরিচয়ের ভিত্তিতে নিরীহ বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করেছে। এ হামলাকে ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে অভিহিত করেছেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর এবং সুনির্দিষ্ট।’ বুগতি ফিতনা-ই-হিন্দুস্তানের সঙ্গে যুক্ত সব সন্ত্রাসী নেটওয়ার্ক নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন।
আরএ
পাকিস্তানের উত্তর বেলুচিস্তানে একটি বাসে হামলা চালিয়ে কমপক্ষে নয় যাত্রীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, নয় যাত্রীকে প্রথমে অপহরণ করে সন্ত্রাসীরা। এরপর তাদের গুলি করা হয়।
শুক্রবার বেলুচিস্তানের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, কোয়েটা থেকে লাহোরগামী একটি বাসে বন্দুকধারীরা হামলা চালায়। উত্তর বেলুচিস্তানের ঝোব শহরের কাছে এই ঘটনাটি ঘটে। সশস্ত্র হামলাকারীরা বাস থামিয়ে বেছে বেছে নয়জনকে চিহ্নিত করে তুলে নিয়ে গিয়ে হত্যা করে।
ঝোবের সহকারী কমিশনার নাভিদ আলম জানান, মৃতদেহ বেলুচিস্তানের বারখান জেলার রেখনি হাসপাতালে রাখা হয়েছে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র শহিদ রিন্দ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, ‘সন্ত্রাসীরা বাস থেকে যাত্রীদের টেনে নামিয়ে, তাদের শনাক্ত করে এবং তারপর নয়জন নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে।’
তিনি বলেন, অপহরণের খবর পেয়ে নিরাপত্তা বাহিনী দ্রুত সেখানে যায়। তবে তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তবে, তাদের খুঁজে বের করার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। আশেপাশের অঞ্চলে তল্লাশি চলছে।
মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি যাত্রীদের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে, হামলার জন্য সন্ত্রাসী সংগঠন ফিতনা-ই-হিন্দুস্তানকে দায়ী করেছেন। বুগতি বলেন যে আক্রমণকারীরা ইচ্ছাকৃতভাবে তাদের পাকিস্তানি পরিচয়ের ভিত্তিতে নিরীহ বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করেছে। এ হামলাকে ক্ষমার অযোগ্য অপরাধ বলে অভিহিত করেছেন তিনি।
বুগতি বলেন, আক্রমণকারীরা ইচ্ছাকৃতভাবে তাদের পাকিস্তানি পরিচয়ের ভিত্তিতে নিরীহ বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করেছে। এ হামলাকে ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে অভিহিত করেছেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর এবং সুনির্দিষ্ট।’ বুগতি ফিতনা-ই-হিন্দুস্তানের সঙ্গে যুক্ত সব সন্ত্রাসী নেটওয়ার্ক নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন।
আরএ
ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির জন্য মস্কোর ওপর চাপ দেয়ার লক্ষ্যে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্যবস্তু করা হয়েছে রাশিয়ার শীর্ষ দুই তেল কোম্পানি রসনেফট ও লুকঅয়েলকে। ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করতে মস্কোর ওপর চাপ দেয়ার লক্ষ্যে এ পদক্ষেপ নিলো ওয়া
৪ মিনিট আগেমার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পশ্চিম তীর অধিগ্রহণে ইসরাইলের পার্লামেন্টে বিল পাস গাজা যুদ্ধবিরতি চুক্তির জন্য হুমকিস্বরূপ। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, এই পদক্ষেপ সমর্থন করা হবে না।
১৯ মিনিট আগেদখলকৃত পশ্চিম তীরের অধিগ্রহণে ইসরাইলি পার্লামেন্টে বিল পাসের নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ১৯৬৭ সাল থেকে ইসরাইলি দখলে থাকা পশ্চিম তীর ফিলিস্তিনি ভূখণ্ড।
৩৮ মিনিট আগেতিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবে অন্তত ৪০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবারের এ দুর্ঘটনার পর ৩০ জনকে উদ্ধার করা হয়েছে।
৪১ মিনিট আগে