আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তুরস্কে তদন্তের মুখে গুগল

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কে তদন্তের মুখে গুগল

প্লে স্টোরে নিজেদের পেমেন্ট সিস্টেম ব্যবহারে বাধ্য করা ও বিকল্প পদ্ধতি গোপন রাখার অভিযোগে গুগলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তুরস্কের প্রতিযোগিতা কর্তৃপক্ষ।

শুক্রবার তুরস্কভিত্তিক গণমাধ্যমহুররিয়াত ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

তুরস্কের প্রতিযোগিতা কর্তৃপক্ষ জানায়, গুগল তাদের Google Play Billing (GPB) ব্যবস্থাকে বাধ্যতামূলক করে অ্যাপ ডেভেলপারদের প্রতিযোগিতার সুযোগ থেকে বঞ্চিত করছে। সেই সঙ্গে ব্যবহারকারীদের বিকল্প পেমেন্ট চ্যানেল সম্পর্কে অবহিত করাও নিষিদ্ধ করা হয়েছে, যা দেশটির প্রতিযোগিতা সুরক্ষা আইন নং ৪০৫৪-এর লঙ্ঘন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ নিয়ে আগেই “মোবাইল ইকোসিস্টেমস ইন্ডাস্ট্রি রিভিউ” নামে একটি প্রাথমিক তদন্ত হয়েছিল, যেখানে এসব সীমাবদ্ধতার প্রমাণ মেলে। পরে আনুষ্ঠানিকভাবে গুগলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়।

তবে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, তদন্ত শুরুর অর্থ এই নয় যে গুগল ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছে বা জরিমানা হয়েছে। তদন্ত শেষে আইন লঙ্ঘনের প্রমাণ মিললে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, প্রতিযোগিতা নীতিতে গুগল এর আগেও ইউরোপসহ বিভিন্ন দেশে তদন্ত ও জরিমানার মুখোমুখি হয়েছে। তুরস্কের এই পদক্ষেপ প্রযুক্তি জায়ান্টটির জন্য নতুন চাপ তৈরি করতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...