আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতে মুসলিমবিরোধী অভিযান

আসামে উৎখাতের মুখোমুখি হচ্ছে ৫৮০ পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

আসামে উৎখাতের মুখোমুখি হচ্ছে ৫৮০ পরিবার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলায় সরকারি বনভূমিতে কথিত দখলদারমুক্ত করতে অভিযান চালাচ্ছে রাজ্য সরকার। গতকাল রোববার ভারতীয় সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়।

খবরে বলা হয়, গোয়ালপাড়ায় দহিকাটা সংরক্ষিত বনাঞ্চলে এক হাজার ১৪০ বিঘা (৩৭৬ একর) জমি ‘অবৈধ দখলদারদের’ থেকে মুক্ত করতে অভিযান চালানো হচ্ছে। এর ফলে উৎখাতের মুখে পড়ছে ৫৮০টি পরিবার। সরকারি কর্মকর্তারা জানান, এদের বেশিরভাগই বাংলাভাষী মুসলমান।

বিজ্ঞাপন

গোয়ালপাড়ার ডেপুটি কমিশনার প্রদীপ তিমুং ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘শান্তিপূর্ণভাবে’ উচ্ছেদ অভিযান চলছে। স্থানীয়দের দুই সপ্তাহ আগেই স্থান খালি করে যাওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছে।

তিনি বলেন, ৭০ ভাগ লোকই নোটিসের মধ্যেই ওই এলাকা ছেড়ে গেছে। বাকিদের উচ্ছেদের প্রক্রিয়া চলছে।

প্রদীপ তিমুং জানান, প্রশাসন উচ্ছেদের জন্য ওই অঞ্চলে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং এক্সক্যাভেটর ও ট্রাক্টরসহ ভারী সরঞ্জাম মোতায়েন করেছে। পুরো অঞ্চলকে পাঁচটি ব্লকে ভাগ করা হয়েছে। এর মধ্যে শুধু এক জায়গাতে উচ্ছেদে গিয়ে বাধা পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গুয়াহাটি হাইকোর্টের আদেশ অনুসারেই এ উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি। তবে এ বিষয়ে আদালতে বেশ কয়েক দফা পিটিশনের শুনানি চলছে।

আসামের মুখ্যমন্ত্রী হিসেবে ২০২১ সালে বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার ক্ষমতা গ্রহণের পর থেকে রাজ্যটিতে মুসলিমবিরোধী সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হচ্ছে। রাজ্যের বিজেপি সরকার স্থানীয় বাংলাভাষী মুসলমানদের ‘বাংলাদেশি’ বলে তাদের বাসস্থান থেকে উচ্ছেদ করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন