ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। চলতি বছরের ১০ অক্টোবর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার আওতায় যুদ্ধবিরতি শুরু হয় এখানে। কিন্তু এই যুদ্ধবিরতি শুধুমাত্র কাগজে-কলমেই, বাস্তবে নয়। ইসরাইলের প্রতিনিয়ত হামলায় ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৭০ হাজার ৪০০ ফিলিস্তিনি। যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। আহত হয়েছেন এক লাখ ৭১ হাজার ৬৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ছয়জন। গাজার সরকারি মিডিয়া অফিসের মতে, যুদ্ধবিরতির ৬০ দিনে ৭৩৮ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল। হামলা চালিয়ে হত্যা করেছে কমপক্ষে ৩৮৬ জনকে। আহত হয়েছেন আরো ৯৮০ জন। শুধু তা-ই নয়, ত্রাণ প্রবেশেও বাধা দিয়ে যাচ্ছে তারা। এখন পর্যন্ত মাত্র ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইলি বাহিনী। চুক্তির প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে ইসরাইলি জিম্মিদের মুক্তি অন্তর্ভুক্ত ছিল। এই শান্তি পরিকল্পনায় গাজার পুনর্গঠন এবং হামাস ছাড়া একটি নতুন শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কথাও উল্লেখ রয়েছে।


যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যে নতুন বাণিজ্য আলোচনা শুরু