ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না: পেজেশকিয়ান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২১: ১০

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কোনো চেষ্টা কখনো করেনি এবং ভবিষ্যতেও করবে না। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ইরানি প্রেসিডেন্ট বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং এটি অস্ত্র তৈরির জন্য নয়।

এই বক্তব্য এমন সময়ে এল যখন তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বৃদ্ধি পেয়েছে এবং কয়েক দিনের মধ্যে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাবনা তৈরি হয়েছে।

পেজেশকিয়ান তার বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেন, ইরান সবসময়ই পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং শান্তিপূর্ণ ব্যবহারকে গুরুত্ব দিয়ে এসেছে। তিনি আন্তর্জাতিক চুক্তি ও দায়বদ্ধতার প্রতি তেহরানের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

বিশ্বমঞ্চে ইরানের এমন অবস্থান আন্তর্জাতিক আলোচনার জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত