ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেলের ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের একথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেলের ট্যাংকার জব্দ করায় যুক্তরাষ্ট্রের কড়া নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’র অভিযোগ তুলেছে দেশটি। খবর বিবিসির।
বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্য কোনো ক্ষতিপূরণ না দিয়ে ভেনেজুয়েলার তেল সম্পদ দখল করা। এতে আরো বলা্ হয়, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ‘আগ্রাসী নীতি’ আমাদের জ্বালানি সম্পদ লুটের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ।’
ভেনেজুয়েলার দাবি, যুক্তরাষ্ট্র ‘সাম্রাজ্যবাদী পন্থায় ক্ষমতার অপব্যবহার’ করছে। বিবৃতিতে বলা হয়, ‘লাতিন আমেরিকার এই দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসের কারণ অভিবাসন, মাদক পাচার, গণতন্ত্র প্রতিষ্ঠা বা মানবাধিকার এগুলোর কোনোটিই নয়। তারা সব সময় আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের তেল, আমাদের জ্বালানি দখলের জন্য।’
বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘সাম্রাজ্যবাদী পন্থায় ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ এনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিদ্যমান সকল আন্তর্জাতিক সংস্থার কাছে আবেদন করবে এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, প্রাকৃতিক সম্পদ এবং জাতীয় মর্যাদাকে সম্পূর্ণ দৃঢ়তার সঙ্গে রক্ষা করবে।’
এর আগে হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা ভেনেজুয়েলার উপকূলে একটি ট্যাংকার আটক করেছি, খুব বড় ট্যাংকার। এখন পর্যন্ত আটক করা ট্যাংকারগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়’। তিনি আরে বলেন, ‘আরো কিছু ঘটনা ঘটছে’, তবে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। ট্রাম্প বলেন, পরে তিনি এ নিয়ে কথা বলবেন।
আরএ


ভেনেজুয়েলা উপকূলে বিশাল ট্যাংকার জব্দের ঘোষণা ট্রাম্পের