ইউক্রেন সংকট

স্টারমারের পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের দূতের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ২০: ৫৮

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। কিন্তু তার এ প্রস্তাবকে ‘অবাস্তব এবং লোক দেখানো’ বলে মন্তব্য করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

ট্রাম্প সমর্থিত সাংবাদিক টাকার কালসনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিভ উইটকফ বলেছেন, এ বিষয়টি স্টারমার এবং ইউরোপের অন্য নেতাদের ‘অতি সরলীকৃত’ ধারণার ওপর ভিত্তি করে তৈরি এবং উইনস্টন চার্চিলের মতো হওয়ার ভান করছেন তারা।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করে উইটকফ বলেন, পুতিনকে তার মন্দ লোক বলে মনে হয় না। তিনি অত্যন্ত বুদ্ধিমান।

মাত্র ১০ দিন আগে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন উইটকফ। পুতিন সম্পর্কে তিনি বলেন, সে সময় পুতিন অনেক অমায়িক ও সোজাসাপ্টা কথা বলেছেন। পুতিন তাকে বলেছেন, গত বছর যখন ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়, সেসময় ট্রাম্পের মঙ্গল কামনায় তার জন্য প্রার্থনা করেছিলেন। তার জন্য একটি পোট্রেল তৈরি করে উপহার দিয়েছিলেন, যা ট্রাম্পকে বেশ আবেগপ্রবণ করে তোলে।

সাক্ষাৎকারের সময় উইটকফ রাশিয়ার দেওয়ার বিভিন্ন যুক্তিগুলো বারবার তুলে ধরেন। এ সময় তিনি ইউক্রেন সম্পর্কে বেশ কয়েকটি বিতর্কিত মন্তব্যও করেন। যার একটি হলো ইউক্রেনকে ভুয়া রাষ্ট্র বলা এবং বিশ্ব কখন রাশিয়ার দখল করা ইউক্রেনের ভূখণ্ডগুলোকে স্বীকৃতি দেবে।

উইটকফ আমেরিকার হয়ে রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গেই যুদ্ধবিরতি আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু তিনি ইউক্রেনের পাঁচটি অঞ্চলের নামও বলতে পারেননি, যা রাশিয়ার দখলে রয়েছে। তিনি বলেন, এই সংঘাতের সবচেয়ে বড় সমস্যা হলো এই তথাকথিত চারটি অঞ্চল- ডনবাস, ক্রিমিয়া এবং আরো দুটি অঞ্চল যার নাম তিনি ভুলে গেছেন বলে উল্লেখ করেন।

মূলত ইউক্রেনের পাঁচটি দখল বা আংশিক দখল হওয়া অঞ্চল হলো লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া, খেরসন ও ক্রিমিয়া। ডনবাস হলো পূর্ব ইউক্রেনের একটি শিল্পাঞ্চল, যা লুহানস্ক ও দোনেৎস্ককে অন্তর্ভুক্ত করে।

সৌদি আরবে রবি এবং সোমবারের বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে পৃথক আলোচনা চালাচ্ছে আমেরিকা। তিনি আরো বলেন, ইউক্রেনকে কৃত্রিম দেশ হিসেবে মনে করে রাশিয়া। কারণ এটি বিভিন্ন অঞ্চল জোড়া দিয়ে তৈরি হয়েছে। আর এসবই মূলত এই যুদ্ধের কারণ।

যুদ্ধোত্তর ইউক্রেনের জন্য সামরিক নিরাপত্তা নিশ্চিত করতে কিয়ার স্টারমারের ‘ইচ্ছুকদের জোট’ গঠনের পরিকল্পনা প্রসঙ্গ উইটকফ বলেন, এটির কোনো বাস্তব ভিত্তি নেই। এটি লোক দেখানো। আমাদের সবাইকে উইনস্টন চার্চিলের মতো হতে হবে। রাশিয়া ইউরোপ দখল করতে চাচ্ছে, যা হাস্যকর ও অবান্তর একটি বিষয়।

তিনি জানান, কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি আগামী সপ্তাহের মধ্যে কার্যকর হবে। এ ছাড়া ৩০ দিনের যুদ্ধবিরতি থেকেও খুব বেশি দূরে নয় রাশিয়া।

এর আগে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়া কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে, এতে নিহত হয় পাঁচ বছরের একটি শিশুসহ তিনজন। আহত হয় আরো আটজন। তবে রাশিয়ার এ হামলাকে সঠিক বলে মন্তব্য করেছেন উইটকফ। রাশিয়ার আক্রমণের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাশিয়া এই পাঁচটি অঞ্চলকে ন্যায্যভাবে তাদের বলে দাবি করে আসছে। রাশিয়ার সেনারা ইতোমধ্যে এই অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করছে, এখন প্রশ্ন হলো বিশ্ব কি একে রাশিয়ার অংশ হিসেবে স্বীকার করবে?

ন্যাটোর সম্প্রসারণ যা রাশিয়ার জন্য হুমকি এবং স্বাধীন ইউক্রেনের অস্তিত্বই এ আগ্রাসনের মূল কারণ বলে বারবার বলে আসছেন পুতিন। উইটকফ বলেন, ইউক্রেন দখলের কোনো ইচ্ছা নেই রাশিয়ার। মূলত পাঁচ অঞ্চলকে পুনরুদ্ধার করেছে তারা। এখন ন্যাটো রয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল না।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত