নরওয়ের অসলোতে তাদের দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার কয়েকদিন পর এ পদক্ষেপ নেয়া হলো। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানায় সংবাদমাধ্যম বিবিসি।
এক বিবৃতিতে ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, নরওয়ে দূতাবাস বন্ধ করা তাদের বৈদেশিক পরিষেবা পুনর্গঠনের অংশ। তবে মাচাদোর নোবেল পুরষ্কার সম্পর্কে বিবৃতিতে কোনো মন্তব্য করা হয়নি।
নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে কারাকাস কোনো কারণ ছাড়াই অসলোতে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে।
নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে।
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘বেশ কয়েকটি বিষয়ে আমাদের মতপার্থক্য থাকা সত্ত্বেও, নরওয়ে ভেনেজুয়েলার সঙ্গে সংলাপের পথ খোলা রাখতে চায়।’
তিনি আরো বলেন, পুরস্কার দেয়ার সিদ্ধান্তে নরওয়ে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করে না।
গত শুক্রবার ‘ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ’ অসলোতে নোবেল কমিটি মাচাদোকে নোবেল পুরস্কার প্রদান করে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ৫৮ বছর বয়সী এই নোবেল বিজয়ীকে ‘দানবীয় ডাইনি’ বলে উল্লেখ করেছেন।
আরএ


তুরস্কের চাপে গাজা শান্তি সম্মেলনে নেতানিয়াহুকে বয়কট