যুক্তরাষ্ট্রের সঙ্গে নরওয়ের চলমান বাণিজ্য আলোচনায় ১৫ শতাংশ আমদানি শুল্ক হ্রাসের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে নরওয়ের ২ ট্রিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিলের প্রায় ৪০ শতাংশ বিনিয়োগ যুক্তরাষ্ট্রে হওয়ায় উদ্বেগ রয়েছে যে ট্রাম্প কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারেন।
২০২৪ সালের ৩৬ জুলাই, নরওয়ে সময় সকাল ১০টা। মেঘে ঢাকা বার্গেনের দিগন্তজোড়া পাহাড়ে পাহাড়ে সেদিন সূর্য ঝকমক করছে। উত্তরীয় গ্রীষ্ম তখন শেষের দিকে। ট্যুরস নরওয়ের সঙ্গে গাইড হিসেবে আমাদের সেকেন্ড জবের জন্য এয়ারপোর্টে ওয়েট করছি দেশি ভাই-ব্রাদাররা একসঙ্গে।
নরওয়ের বৃহত্তম পেনশন তহবিল প্রকল্প কেএলপি জানিয়েছে, ইসরাইলের সঙ্গে সম্পর্কিত দুটি প্রতিষ্ঠানের সাথে এখন থেকে আর ব্যবসা করবে না তারা। এই দুটি প্রতিষ্ঠান হলো ওশকোশ কর্পোরেশন এবং থাইসেনক্রুপ।