দোহায় শান্তি বৈঠক অনুষ্ঠিত
আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধবিরতি লঙ্ঘন করে শুক্রবার মধ্যরাতে আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত ১০ জন নিহত ও ১২ জন আহত হওয়ার কথা জানিয়েছেন আফগান কর্মকর্তারা।
তালেবানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে শুক্রবার রাতে পাকতিকা প্রদেশের তিনটি স্থানে বোমা হামলা চালিয়েছে। ‘আফগানিস্তান এর প্রতিশোধ নেবে’ বলে জানান তিনি।
প্রাদেশিক হাসপাতালের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) শনিবার সকালে এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের কাপুরুষোচিত সর্বশেষ বিমান হামলায় পাঁচ বেসামরিক নাগরিক ও টুর্নামেন্টে অংশ নিতে আসা তিন খেলোয়াড় নিহত হয়েছেন। এছাড়া আরো সাতজন আহত হয়েছেন। এটি আফগানিস্তানের ক্রীড়াঙ্গন ও ক্রিকেটের জন্য এক বিরাট ক্ষতি বলে মনে করছে এসিবি।
পাকবাহিনী আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান তালেবানের (টিটিপি) সঙ্গে যুক্ত স্থানীয় হাফিজ গুল বাহাদুর গ্রুপকে লক্ষ্য করে ‘নির্ভুল বিমান হামলা’ চালিয়েছে।
পাকিস্তানের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ‘টিটিপির সঙ্গে যুক্ত স্থানীয় হাফিজ গুল বাহাদুর গ্রুপ আফগানিস্তানের সীমান্তবর্তী জেলায় একটি সামরিক ক্যাম্পে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় জড়িত ছিল। এসব হামলায় পাকিস্তানের সাত আধাসামরিক সেনা নিহত হন।
আফগানিস্তান তাদের ভূমিতে টিটিপির নেতৃত্বে সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে বলে পাকিস্তান অভিযোগ করলে তা অস্বীকার করে কাবুল।
এদিকে, উভয় দেশের কর্মকর্তারা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য শান্তি আলোচনা করতে শনিবার কাতারের রাজধানী দোহায় পৌঁছান। চলমান সংঘাত নিরসনে বৈঠক করেন উভয় দেশের প্রতিনিধিরা।
আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ শনিবার এক বিবৃতিতে জানান, আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল দোহায় পৌঁছায়।
পাকিস্তানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও গোয়েন্দাপ্রধান জেনারেল আসিম মালিক শনিবার আফগানিস্তানের তালেবানদের সঙ্গে আলোচনার জন্য দোহা যান।
সম্প্রতি তালেবান পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ভারত সফর করেন। এরপর আফগানিস্তানের রাজধানী কাবুলে বিস্ফোরণ ঘটনার পর গত শনিবার থেকে দুদেশের সীমান্তে পারস্পরিক সহিংসতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।
এরপর আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে দেশটির দক্ষিণ সীমান্তের অংশে আক্রমণ করে। এরপর ইসলামাবাদ এর কঠোর প্রতিশোধ নেওয়ার কথা জানায়।
সর্বশেষ হামলার আগে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন জানায়, সীমান্তে আফগানিস্তানের ৩৭ জন নিহত ও ৪২৫ জন আহত হয়েছেন। সংস্থাটি তখন উভয়পক্ষকে যুদ্ধের স্থায়ী অবসান ঘটানোর আহ্বান জানায়।
দুদেশের সীমান্তে সপ্তাহখানেকের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের কয়েক ডজন সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হন। এরপর গত বুধবার দুপুরে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতির বিষয়ে ইসলামাবাদ জানায়, যুদ্ধবিরতি ৪৮ ঘণ্টা স্থায়ী হবে। কিন্তু কাবুল জানিয়েছিল, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন না করা পর্যন্ত তা কার্যকর থাকবে।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে শুক্রবার মধ্যরাতে আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত ১০ জন নিহত ও ১২ জন আহত হওয়ার কথা জানিয়েছেন আফগান কর্মকর্তারা।
তালেবানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে শুক্রবার রাতে পাকতিকা প্রদেশের তিনটি স্থানে বোমা হামলা চালিয়েছে। ‘আফগানিস্তান এর প্রতিশোধ নেবে’ বলে জানান তিনি।
প্রাদেশিক হাসপাতালের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) শনিবার সকালে এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের কাপুরুষোচিত সর্বশেষ বিমান হামলায় পাঁচ বেসামরিক নাগরিক ও টুর্নামেন্টে অংশ নিতে আসা তিন খেলোয়াড় নিহত হয়েছেন। এছাড়া আরো সাতজন আহত হয়েছেন। এটি আফগানিস্তানের ক্রীড়াঙ্গন ও ক্রিকেটের জন্য এক বিরাট ক্ষতি বলে মনে করছে এসিবি।
পাকবাহিনী আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান তালেবানের (টিটিপি) সঙ্গে যুক্ত স্থানীয় হাফিজ গুল বাহাদুর গ্রুপকে লক্ষ্য করে ‘নির্ভুল বিমান হামলা’ চালিয়েছে।
পাকিস্তানের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ‘টিটিপির সঙ্গে যুক্ত স্থানীয় হাফিজ গুল বাহাদুর গ্রুপ আফগানিস্তানের সীমান্তবর্তী জেলায় একটি সামরিক ক্যাম্পে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় জড়িত ছিল। এসব হামলায় পাকিস্তানের সাত আধাসামরিক সেনা নিহত হন।
আফগানিস্তান তাদের ভূমিতে টিটিপির নেতৃত্বে সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে বলে পাকিস্তান অভিযোগ করলে তা অস্বীকার করে কাবুল।
এদিকে, উভয় দেশের কর্মকর্তারা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য শান্তি আলোচনা করতে শনিবার কাতারের রাজধানী দোহায় পৌঁছান। চলমান সংঘাত নিরসনে বৈঠক করেন উভয় দেশের প্রতিনিধিরা।
আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ শনিবার এক বিবৃতিতে জানান, আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল দোহায় পৌঁছায়।
পাকিস্তানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও গোয়েন্দাপ্রধান জেনারেল আসিম মালিক শনিবার আফগানিস্তানের তালেবানদের সঙ্গে আলোচনার জন্য দোহা যান।
সম্প্রতি তালেবান পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ভারত সফর করেন। এরপর আফগানিস্তানের রাজধানী কাবুলে বিস্ফোরণ ঘটনার পর গত শনিবার থেকে দুদেশের সীমান্তে পারস্পরিক সহিংসতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।
এরপর আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে দেশটির দক্ষিণ সীমান্তের অংশে আক্রমণ করে। এরপর ইসলামাবাদ এর কঠোর প্রতিশোধ নেওয়ার কথা জানায়।
সর্বশেষ হামলার আগে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন জানায়, সীমান্তে আফগানিস্তানের ৩৭ জন নিহত ও ৪২৫ জন আহত হয়েছেন। সংস্থাটি তখন উভয়পক্ষকে যুদ্ধের স্থায়ী অবসান ঘটানোর আহ্বান জানায়।
দুদেশের সীমান্তে সপ্তাহখানেকের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের কয়েক ডজন সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হন। এরপর গত বুধবার দুপুরে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতির বিষয়ে ইসলামাবাদ জানায়, যুদ্ধবিরতি ৪৮ ঘণ্টা স্থায়ী হবে। কিন্তু কাবুল জানিয়েছিল, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন না করা পর্যন্ত তা কার্যকর থাকবে।
এর আগে বাংলাদেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়।
৬ ঘণ্টা আগেসুদানের রাজধানীর খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরসহ এর আশেপাশের বেশ কিছু এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে। দীর্ঘ দুই বছর অপেক্ষার পর বিমানবন্দরটি খোলার একদিন আগেই এই হামলার ঘটনাটি ঘটে।
৬ ঘণ্টা আগেদ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে কারাদণ্ড ভোগ করতে যাচ্ছেন নিকোলাস সারকোজি। লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধভাবে নির্বাচনি তহবিল নেয়ার অপরাধে পাঁচ বছরের কারাভোগ করতে হচ্ছে তাকে।
৯ ঘণ্টা আগেআন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের ট্র্যাজেডির ক্ষেত্রে সম্মান প্রদর্শন করতে অক্ষম উল্লেখ তিনি বলেন, গাজায় ইসরাইলের যুদ্ধ গণহত্যা ছাড়া আর কিছুই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের সুরক্ষা প্রদান করতে হবে এবং গণহত্যার অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
১১ ঘণ্টা আগে