ইসরাইলি হামলায় লেবানন ও গাজায় নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৯: ১৯
আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১০: ০৭
ছবি: বিবিসি নিউজ

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালিয়েছে ইসরাইল বাহিনী। এ হামলায় ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া লেবাননেও হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার সকালে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন
wasa-3

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাণঘাতী এই হামলা ও হতাহতের কারণে চার মাস আগে হিজবুল্লাহর সাথে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি বিপন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে। মূলত চার মাস আগে যুদ্ধবিরতির পর লেবাননের ওপর এটিই ইসরাইলের সবচেয়ে ভয়াবহ হামলা।

ইসরায়েল জানিয়েছে, টায়ার এবং তুলিনে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করা হয়েছে।

এ নিহতের মধ্যেদিয়ে গাজা উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৭৫০ জনে পৌঁছেছে। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি চিকিৎসা সরঞ্জামের অভাবে অনেক রোগীকে সঠিক চিকিৎসা দেয়া যাচ্ছে না।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত