সিরিয়াকে ‘ওয়েপন সিস্টেম’ দেয়ার ঘোষণা তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ২১: ০৩
ছবি: সংগৃহীত

তুরস্ক এবং সিরিয়া সামরিক সহযোগিতার একটি নতুন চুক্তি স্বাক্ষর হয়েছে। যার আওতায় তুরস্ক সিরিয়াকে অস্ত্র ব্যবস্থা এবং লজিস্টিক সহায়তা প্রদান করবে। খবর আরব নিউজের।

প্রতিবেদনে বলা হয়, চুক্তির অংশ হিসেবে তুরস্ক সিরিয়ার সেনাবাহিনীকে সামরিক সরঞ্জাম ব্যবহারের প্রশিক্ষণও দেবে। এটি তুরস্ক ও সিরিয়ার মধ্যে সামরিক সম্পর্কের প্রথম উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

আঙ্কারায় অনুষ্ঠিত বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শায়বানি, প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা ও গোয়েন্দা প্রধান হুসেইন আল-সালামা উপস্থিত ছিলেন।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে যে, কুর্দি-নেতৃত্বাধীন এবং মার্কিন-সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) সিরিয়ার রাষ্ট্রীয় যন্ত্রপাতিতে গ্রুপটির একীভূতকরণের বিষয়ে দামেস্কের সাথে মার্চ চুক্তিতে নির্ধারিত কোনও শর্ত পূরণ করেনি এবং আরও জানিয়েছে যে আঙ্কারা আশা করে যে তারা জরুরিভাবে চুক্তিটি মেনে চলবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। চুক্তির মাধ্যমে সিরিয়ার সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তুরস্কের সঙ্গে সম্পর্কও শক্তিশালী হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত