আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরায়েলি থাবায় মুহূর্তেই শেষ গাজার একমাত্র ক্যানসার হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি থাবায় মুহূর্তেই শেষ গাজার একমাত্র ক্যানসার হাসপাতাল

‘তার্কিস-প্যালেস্টিনিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতাল’। বিশেষায়িত এ হাসপাতালটি ফিলিস্তিনের গাজায় ক্যানসার রোগীদের একমাত্র চিকিৎসাকেন্দ্র। কিন্তু সেই সেবাখাতও ধ্বংস করল বর্বর ইসরায়েল বাহিনী। বিমান হামলায় গুঁড়িয়ে দিয়েছে গোটা হাসপাতাল। খবর আল-জাজিরার।

তুর্কিয়ের সহায়তায় নির্মিত হাসপাতালটি সেন্ট্রাল গাজায় অবস্থিত। এ ঘটনায় নিন্দা জানিয়েছে তুর্কিয়ে।

বিজ্ঞাপন

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালটি ধ্বংস করায় তীব্র নিন্দা জানাচ্ছে আঙ্কারা।

বিবৃতিতে বলা হয়, গাজার হাসপাতালে হামলার মাধ্যমে ইসরায়েলের হিংস্র নীতি প্রকাশ পায়। গাজাকে বসবাসের অনুপযোগী করতে ও বাসিন্দাদের সরিয়ে দিতেই এমন হামলা চালানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ইসরায়েলের এমন বর্বরতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই।

বিবিসির খবরে বলা হয়েছে, সামরিক বাহিনীকে গাজা উপত্যকায় আরও এলাকা দখলের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। হামাস বাকি জিম্মিদের মুক্তি না দিলে গাজার কিছু অংশ স্থায়ীভাবে দখল করে নেয়া হবে বলে গতকাল এক বিবৃতিতে তিনি হুমকি দেন।

হাসপাতালে হামলা নিয়ে ইসরায়েলি বাহিনী বলেছে, হাসপাতাল এলাকায় হামাসের সদস্যরা অবস্থান করছিলেন। তাই সেখানে হামলা চালানো হয়েছে। এছাড়া গতকাল বুলডোজার চালিয়ে আবাসিক ভবন আর কৃষিজমি ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।

গত জানুয়ারিতে গাজায় হামাস-ইসরায়েলের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। গত সপ্তাহে নতুন করে গাজায় বোমা হামলা শুরু করে ইসরায়েল। এতে প্রাণ হারান হাজারও ফিলিস্তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...