বড়দিনের ছুটির মৌসুমে তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন অঞ্চলের জনজীবন। উত্তর-পূর্বাঞ্চল তীব্র শীতকালীন ঝড় ডেভিনের কারণে স্থানীয় সময় শুক্রবার একদিনেই দেশটিতে বাতিল হয়েছে এক হাজার ৮০২ টি ফ্লাইট। এছাড়া আরো ২২ হাজারের বেশি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে যাত্রা করে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
তুষারঝড়েরর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জন এফ. কেনেডি ইন্টারন্যাশনাল, নিউয়ার্ক লিবার্টি এবং লাগার্ডিয়া বিমানবন্দরে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার বলছে, বাতিল ও বিলম্বের অর্ধেকের বেশি ঘটনাই ঘটেছে এই তিনটি বিমানবন্দরে। এদিন সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে জেটব্লু, ২২৫টি। কাছাকাছি অবস্থানে ছিল ডেল্টা এয়ারলাইনস, তাদের বাতিল করা ফ্লাইট ২১২টি।
বোস্টন, শিকাগো এবং কানাডার টরন্টোওতে তুষারঝড়ের প্রভাব পড়েছে। অন্যদিকে রিপাবলিক এয়ারওয়েজ বাতিল করেছে ১৫৭টি, আমেরিকান এয়ারলাইনস ১৪৬টি এবং ইউনাইটেড এয়ারলাইনস ৯৭টি। আমেরিকান, ইউনাইটেড ও জেটব্লুর মুখপাত্ররা জানিয়েছেন, ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিট পরিবর্তনের ফি মওকুফ করা হয়েছে। জেটব্লুর মুখপাত্র বলেন, ‘শীতকালীন ঝড় ডেভিনের কারণে আজ ও আগামীকাল মিলিয়ে আমরা প্রায় ৩৫০টি ফ্লাইট বাতিল করেছি, যার বেশিরভাগই যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে।’
নিউ জার্সি ও নিউ ইয়র্কের কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক সিটি হয়ে দক্ষিণ কানেকটিকাট পর্যন্ত পাঁচ থেকে চার ইঞ্চি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে উত্তর-পূর্বাঞ্চলজুড়ে বৃষ্টি, তুষারপাত এবং বরফ পড়ছে যা শনিবার ভোর পর্যন্ত অব্যাহত থাকবে। আবহাওয়া বিভাগ জানায়, শুক্রবার রাত ৮ টা ১৫ মিনিট পর্যন্ত নিউ ইয়র্কের পাওলিংয়ে সাত ইঞ্চি, কানেকটিকাটের ওয়াটারবারিতে ছয় দশমিক পাঁচ ইঞ্চি এবং নিউ ইয়র্কের ওলকটে সাত ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


২০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা
সেনেগাল উপকূলে নৌকাডুবি, ১৫০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা