আমার দেশ অনলাইন
ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরাইল। সামাজিক মাধ্যমে হামলার কথা নিশ্চিত করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর বিবিসির।
ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, হোদেইদাহ, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে। কারণ, হুথিরা বারবার ইসরাইলের ওপর হামলা চালাচ্ছিল। হামলার বিষয়ে সতর্ক করে দেয়ার পরপরই আক্রমণ চালায় ইসরাইলি সেনাবাহিনী।
হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে ইয়েমেন থেকে দুটি পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সেগুলো প্রতিহত করার চেষ্টা করে ইসরাইল। ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, ‘হুথিদের কর্মকাণ্ডের জন্য চরম মূল্য দিতে হবে।’
স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী হোদেইদাহয় ইসরাইলি হামলার কারণে প্রধান বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে গেছে।
ইসরাইলি সেনাবাহিনী আরও জানায়, ইয়েমেনের রাস ইসা বন্দরে ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি জাহাজেও হামলা চালানো হয়েছে। ২০২৩ সালের শেষ দিকে হুথিরা জাহাজটি দখল করেছিল।
২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল ও লোহিত সাগরের জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তাদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানো হচ্ছে।
আরএ
ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরাইল। সামাজিক মাধ্যমে হামলার কথা নিশ্চিত করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর বিবিসির।
ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, হোদেইদাহ, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে। কারণ, হুথিরা বারবার ইসরাইলের ওপর হামলা চালাচ্ছিল। হামলার বিষয়ে সতর্ক করে দেয়ার পরপরই আক্রমণ চালায় ইসরাইলি সেনাবাহিনী।
হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে ইয়েমেন থেকে দুটি পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সেগুলো প্রতিহত করার চেষ্টা করে ইসরাইল। ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, ‘হুথিদের কর্মকাণ্ডের জন্য চরম মূল্য দিতে হবে।’
স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী হোদেইদাহয় ইসরাইলি হামলার কারণে প্রধান বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে গেছে।
ইসরাইলি সেনাবাহিনী আরও জানায়, ইয়েমেনের রাস ইসা বন্দরে ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি জাহাজেও হামলা চালানো হয়েছে। ২০২৩ সালের শেষ দিকে হুথিরা জাহাজটি দখল করেছিল।
২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল ও লোহিত সাগরের জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তাদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানো হচ্ছে।
আরএ
এ সময় তিনি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কথা উল্লেখ করে বলেন, আপনারা সম্প্রতি এটি দেখেছেন, ইরানে আমরা কী করেছি, আমরা তাদের পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি।
৪ ঘণ্টা আগেতুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক সিরিয়ার বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নিদের অস্ত্র ত্যাগ করার এবং অন্য সংখ্যালঘুদের নিয়ে একটি নতুন ও ঐক্যবদ্ধ সিরিয়া গড়ার আহ্বান জানিয়েছি।
৬ ঘণ্টা আগেভারতে বাংলাভাষী হওয়ায় লোকজনকে ধরে নির্যাতন ও সীমান্ত পার করে দেওয়ার সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৮ ঘণ্টা আগেইউলিয়া উপপ্রধানমন্ত্রী ছাড়াও অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব দায়িত্ব পালনের সময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়।
১৯ ঘণ্টা আগে