ইয়েমেনের তিনটি বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরাইলের হামলা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৯: ৩৮
ফাইল ছবি

ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরাইল। সামাজিক মাধ্যমে হামলার কথা নিশ্চিত করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর বিবিসির।

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, হোদেইদাহ, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে। কারণ, হুথিরা বারবার ইসরাইলের ওপর হামলা চালাচ্ছিল। হামলার বিষয়ে সতর্ক করে দেয়ার পরপরই আক্রমণ চালায় ইসরাইলি সেনাবাহিনী।

হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে ইয়েমেন থেকে দুটি পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সেগুলো প্রতিহত করার চেষ্টা করে ইসরাইল। ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, ‘হুথিদের কর্মকাণ্ডের জন্য চরম মূল্য দিতে হবে।’

স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী হোদেইদাহয় ইসরাইলি হামলার কারণে প্রধান বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে গেছে।

ইসরাইলি সেনাবাহিনী আরও জানায়, ইয়েমেনের রাস ইসা বন্দরে ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি জাহাজেও হামলা চালানো হয়েছে। ২০২৩ সালের শেষ দিকে হুথিরা জাহাজটি দখল করেছিল।

২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল ও লোহিত সাগরের জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তাদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানো হচ্ছে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত