ভূমধ্যসাগর থেকে উদ্ধার প্রত্নসামগ্রী মিসরে প্রদর্শনের জন্য উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০১: ৩৮

মিসরের আলেকজান্দ্রিয়া জাতীয় জাদুঘরে ভূমধ্যসাগরের গভীর থেকে উদ্ধার করা বিরল বিভিন্ন প্রত্নসামগ্রী প্রদর্শনের জন্য উন্মোচন করা হয়েছে। বুধবার মিসরের পর্যটন ও পুরাতত্ত্বমন্ত্রী শরিফ ফাতহি এবং আলেকজান্দ্রিয়ার গভর্নর আহমেদ খালেদ জাদুঘরে এ প্রত্নসামগ্রীগুলো প্রদর্শনের জন্য উদ্বোধন করেন।

‘ডুবন্ত শহরের রহস্যের প্রদর্শন’ শিরোনামের এ প্রদর্শনীতে বিভিন্ন অলঙ্কার, তৈজসপত্র ও মূর্তি রয়েছে।

বিজ্ঞাপন

উদ্বোধনের পর এক সংবাদ সম্মেলনে মিসরের সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকসের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসমাইল খালেদ জানান, আগামী ছয় মাস এ প্রদর্শনী চলবে। মিসরে এটিই প্রথম প্রদর্শনী যেখানে শুধু সাগরতল থেকে উদ্ধার প্রত্নসামগ্রী প্রদর্শন করা হচ্ছে।

আলেকজান্দ্রিয়ার গভর্নর আহমেদ খালেদ সংবাদ সম্মেলনে জানান, মোট ৮৬টি প্রত্নসামগ্রী এখানে প্রদর্শন করা হচ্ছে। বর্তমানে ডুবে যাওয়া আলেকজান্দ্রিয়ার প্রাচীন পূর্ব বন্দর এলাকার ‘রাজকীয় আবাসস্থল’ থেকে উদ্ধার প্রত্নসামগ্রী এ প্রদর্শনীতে রয়েছে।

এছাড়া উত্তর মিসরের তীর সংলগ্ন আবু কির উপসাগর থেকে ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর আন্ডারওয়াটার আর্কিওলজির সহায়তায় উদ্ধার প্রত্নসামগ্রীও এখানে রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত