আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তুষারপাতে বিপর্যস্ত ভারতের হিমাচল, বন্ধ ৭০০ রাস্তা

আমার দেশ অনলাইন

তুষারপাতে বিপর্যস্ত ভারতের হিমাচল,  বন্ধ ৭০০ রাস্তা

ভারতের হিমাচল প্রদেশের শৈলশহর মানালির জনজীবন এই মুহূর্তে ভারী তুষারপাতের ফলে স্থবির হয়ে পড়েছে। টানা ৪৮ ঘণ্টা তুষারপাতে কোঠি-মানালি জাতীয় সড়ক বরফে আচ্ছাদিত হয়ে প্রায় সাত-আট কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। পর্যটকেরা খাবার ও পানি ছাড়া গাড়ির মধ্যে রাত কাটাতে বাধ্য হয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় প্রশাসন জানিয়েছে, তুষারপাতের কারণে রাজ্যজুড়ে প্রায় ৭০০ রাস্তা বন্ধ রয়েছে। বিকল্প পথে যাওয়ার চেষ্টা করলেও গন্তব্যে পৌঁছানো এখন কঠিন হয়ে পড়েছে। শিমলা, কুলু ও মানালিতে পর্যটকেরা তুষারপাত দেখতে আসেন, কিন্তু চলতি টানা তুষারপাতে একাংশ পর্যটক বিপদের মুখে পড়েছেন। অনেককে সরকারি আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে পাহাড়ি পথে প্রায় ২০ কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমি ঝোড়ো হাওয়ার প্রভাবে ২৬ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ভারী তুষারপাত ও বৃষ্টি চলবে, ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। বিদ্যুদ্বিভ্রাটও সমস্যাকে জটিল করেছে।

কোঠি-মানালি সড়কে আটকে পড়া ট্যাক্সিচালক বান্টি জানিয়েছেন, তার গাড়ির যাত্রীরা খাবার ও পানি ছাড়া ২৪ ঘণ্টা গাড়িতে অবস্থান করেছেন। তিনি প্রশাসনের কার্যক্রমের প্রতি অভিযোগ জানিয়ে বলছেন, ‘বরফ সরিয়ে সড়ক সচল করা প্রশাসনের দায়িত্ব।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের তৎপরতা ও পর্যটকদের জন্য জরুরি সহায়তা কার্যক্রম অবিলম্বে প্রয়োজন।

সূত্র: এনডিটিভি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...