আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোলায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ মা-ছেলে নিহত

জেলা প্রতিনিধি, ভোলা

ভোলায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ মা-ছেলে নিহত

ভোলার লালমোহনে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ মা-ছেলে নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার গজারিয়া এলাকায় ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতদের তাৎক্ষণিক কোনো পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভোলা থেকে নাম বিহীন ভোলা-ব-০৫০০১৬ নম্বরের যাত্রীবাহী বাস চরফ্যাশন মহাসড়কের লালমোহনের ডাক্তার আজহারউদ্দিন কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোতে থাকা মা, ছেলে ও চালক নিহত হন। পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন।

এই বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। পুলিশ উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। বাসের কোন নাম নেই বাসটি মনে হচ্ছে ফিটনেসবিহীন। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...