আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইনটু মাই লাংস

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে ফুসফুস সংক্রান্ত পেশাগত রোগ নিয়ে শিল্প প্রদর্শনী

বিনোদন রিপোর্টার

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে ফুসফুস সংক্রান্ত পেশাগত রোগ নিয়ে শিল্প প্রদর্শনী

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার গুলশান শাখায় শুরু হলো বাংলাদেশের কটন স্পিনিং শিল্প ও ফুসফুস সংক্রান্ত পেশাগত রোগ নিয়ে একটি শিল্প প্রদর্শনী ‘ইনটু মাই লাংস’। এটি একটি মাল্টিমিডিয়া ও গবেষণা-ভিত্তিক শিল্প প্রকল্প, যার আলোচ্য বিষয় বাংলাদেশের কটন স্পিনিং শিল্প এবং বিসিনোসিস নামক পেশাগত ফুসফুস রোগ।

প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার বিকাল ৪ টায় এবং প্রদর্শনীটি চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিজ্ঞাপন

প্রদর্শনীর উদ্যোগ নেন শিল্পী আয়মান আলাজরাক এবং ইমানুয়েল স্বেদিন, এবং এর প্রযোজনা ও কিউরেশন করেছেন ফৌজিয়া মাহিন চৌধুরী। এই প্রকল্পটি শিল্প ও ক্ষেত্রভিত্তিক গবেষণার সংমিশ্রণ, যা টেক্সটাইল শ্রমিকদের জীবনযাপন এবং বাস্তব অভিজ্ঞতাকে সামনে তুলে ধরে— যারা বাংলাদেশের টেক্সটাইল ভ্যালু চেইনের একটি গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই অদৃশ্য অংশ।

‘ইনটু মাই লাংস’ প্রদর্শনী বিসিনোসিস নামে পরিচিত, একটি প্রায় অচিহ্নিত এবং সম্ভাব্য প্রাণঘাতী ফুসফুসের রোগ, যা কটন ধুলোতে দীর্ঘ সময় কাজ করার ফলে কটন ও জুট স্পিনিং মিলের শ্রমিকদের প্রভাবিত করে। বাংলাদেশের টেক্সটাইল শিল্পে স্পিনিং মিলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, এই শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি, কম বেতন এবং কঠোর কর্মপরিবেশের বিষয়টি ব্যাপকভাবে অগ্রাহ্য হয়ে আসছে।

প্রদর্শনীটিতে একটি ডকুমেন্টারি ফিল্ম, ব্যাখ্যামূলক ইনস্টলেশন এবং শিল্পী, চিকিৎসক, কর্মী, সংগঠন ও শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে প্রকাশ্য আলোচনার আয়োজন করা হয়েছে। ২০২১–২০২২ সালে বাংলাদেশের প্রধান টেক্সটাইল অঞ্চলে করা গবেষণার ভিত্তিতে, ‘ইনটু মাই লাংস’ লক্ষ্য রাখে শ্রম, স্বাস্থ্য ও নৈতিক টেক্সটাইল উৎপাদন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, ভুল ধারণা সংশোধন করা এবং তথ্যসমৃদ্ধ সংলাপ সৃষ্টি করা। বাংলাদেশের মাটিতে প্রকল্পটি উপস্থাপন করে স্থানীয় অভিজ্ঞতাকে বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আনা হয়েছে, যা সচেতনতা, দায়িত্বশীলতা এবং অর্থবহ পরিবর্তনের আহ্বান জানায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...