সরকারি শাটডাউনে যুক্তরাষ্ট্রে ১০% ফ্লাইট কমানোর নির্দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১৬: ০১

যুক্তরাষ্ট্রে চলমান সরকারী অচলাবস্থার কারণে দেশজুড়ে বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়ছে। পরিবহন দফতর বৃহস্পতিবার জানিয়েছে, শুক্রবার থেকে দেশের প্রধান বিমানবন্দরগুলোতে ফ্লাইট সংখ্যা ১০ শতাংশ কমানো হবে।

পরিবহন সচিব শন ডাফি হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের ৪০টি প্রধান স্থানে ফ্লাইট ক্ষমতা ১০ শতাংশ হ্রাস করতে হচ্ছে,” যা এফএএ (ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন) শুক্রবার থেকে কার্যকর করবে।

বিজ্ঞাপন

এফএএ প্রধান ব্রায়ান বেডফোর্ড জানান, এই কাটছাঁট “উচ্চ ট্রাফিকযুক্ত বিমানবন্দরগুলোতে” হবে।

সিবিএস নিউজ জানিয়েছে প্রাপ্ত খসড়া তালিকা অনুযায়ী, আটলান্টা, ডালাস, লস অ্যাঞ্জেলেস এবং নিউ ইয়র্ক সিটির বিমানবন্দরগুলো প্রভাবিত হতে পারে।

সরকারি তহবিল অনুমোদনে ব্যর্থ হওয়ায় ৩০ সেপ্টেম্বরের পর থেকে যুক্তরাষ্ট্রে ফেডারেল সংস্থাগুলোর কাজ আংশিকভাবে বন্ধ রয়েছে। প্রায় ১৪ লাখ কর্মচারী বেতন ছাড়া কাজ করছেন বা জোরপূর্বক ছুটিতে আছেন।

এতে বিমান চলাচল ও নিরাপত্তা সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। হোয়াইট হাউস সতর্ক করেছে, কর্মী অনুপস্থিতি বাড়লে বিমানবন্দরে চেক-ইন ও নিরাপত্তা প্রক্রিয়ায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম এই অচলাবস্থা যত দীর্ঘায়িত হচ্ছে, ততই বিমান পরিবহনসহ গুরুত্বপূর্ণ খাতগুলো স্থবির হয়ে পড়ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত