ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-টেন ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১৯: ২৯

আগামী ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। এ দিবসকে সামনে রেখে ৩ ও ৪ ডিসেম্বর বসুন্ধরা কিংসের ক্রিকেট মাঠে আয়োজন করা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। বাছাই করা ৮০ জন খেলোয়াড়কে চারটি দলে বিভক্ত হয়ে টুর্নামেন্ট খেলবে। দুই দিনব্যাপী হতে যাওয়া এ টুর্নামেন্টের আয়োজক ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি)। এতে সহযোগিতা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট উইংয়ে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনপিসির মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল। এ সময় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও এনপিসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হাবিবুল বাশার বলেন, ‘শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে গত তিন মাসে আটটি টুর্নামেন্টের আয়োজন করেছে এনপিসি। প্রত্যেকটি সম্পর্কেই আমি জানি। এছাড়া তারা আন্তর্জাতিক আসরেও অংশ নিয়েছেন। এটা খুবই ভালো। আমি আশা করি আগামীতেও তারা ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটারদের সহযোগিতা করবে।’

বিজ্ঞাপন

ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান জুলফিকার আলী খান বলেন, ‘এটা ভালো একটি উদ্যোগ। আমাদেরই একটি অংশ শারীরিক প্রতিবন্ধীরা। আমরা আশা করি, এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা বেশ কিছু ক্রিকেটার পাব। আমাদেরই উপকার হবে। বিদেশের মাটিতে তারা আমাদের জন্য গৌরব বয়ে আনতে পারবে।’

অন্যদিকে, এনপিসির সহসভাপতি নাসিরুল ইসলাম বলেন, ‘এটা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। সামনেই শারীরিক প্রতিবন্ধীদের নানা আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে। সেখানে তারা দেশের প্রতিনিধিত্ব করবে। আশা করি তারা ভালো ফল বয়ে আনবে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত