৪১১ রান, ৩০ ছক্কা আর ২৪ বাউন্ডারির ম্যাচ তিন রানে জিতল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ২২: ১৫

রানের উৎসবের ম্যাচে লড়াইটা জমে উঠে ছিল। ওয়েস্ট ইন্ডিজ জয়ের খুব কাছেও চলে গিয়েছিল। জয়ের জন্য ৬ বলে দরকার ছিল ১৬ রান। কিন্তু সমীকরণটা মেলাতে পারেনি ক্যারিবীয়রা। তাই তো রোমাঞ্চ শেষে শেষ হাসি হেসেছে নিউজিল্যান্ড। ৩০ ওভার বাউন্ডারি আর ২৪ বাউন্ডারির নাটকীয় ম্যাচটি জিতেছে তারা ৩ রানে।

বিজ্ঞাপন

৪১১ রানের দ্বিতীয় ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতায় ফিরল কিউইরা।
টার্গেট ছিল ২০৮। কিন্তু উইন্ডিজের ব্যাটসম্যানদের ব্যাটিং দৃঢ়তা দেখে তেমনটা মনেই হয়নি। যেন মামুলি লক্ষ্যটা ছুঁতে ভয়-ডরহীন ব্যাটিং করে গেছে অতিথি দলটি।

দুরন্ত ব্যাটিং পারফরম্যান্সে জয় থেকে হাত ছোঁয়া দূরে থেকেই থামতে হয়েছে তাদের। ৮ উইকেট হারিয়ে ২০৪ রানে সন্তুষ্ট থেকেছে অধিনায়ক শাই হোপের দল। ১৬ বলে ৪৫ রান এনে দেন রভম্যান পাওয়েল। রোমারিও শেফার্ড ৩৪ আর আলিক অ্যাথানেজ ৩৩ রান এনে দেন।


তার আগে অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ২০৭ রানের বিশাল পুঁজি গড়ে নিউজিল্যান্ড। দাপুটে ব্যাটিংয়ে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মার্ক চাপম্যান। ২৮ বলের দাপুটে ইনিংসটি সাজিয়েছিলেন ৬ বাউন্ডারি ও ৭ ছক্কায়। ওপেনার টিম রবিনসন ৩৯ এনে দিয়েছিলেন আগেই। তার সঙ্গে ২৮ রান যোগ করে অপরাজিত থেকে যান ড্যারিল মিচেল।


সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ২০৭/৫, ২০ ওভার (চ্যাপম্যান ৭৮, রবিনসন ৩৯, ড্যারিল ২৮*; চেজ ২/৩৩)।
ওয়েস্ট ইন্ডিজ : ২০৪/৮, ২০ ওভার (পাওয়েল ৪৫, শেফার্ড ৩৪, অ্যাথানেজ ৩৩, ফোর্ড ২৯; স্যান্টনার ৩/৩১ ও সোধি ৩/৩৯)।
ফল : নিউজিল্যান্ড ৩ রানে জয়ী।
ম্যাচসেরা : মার্ক চ্যাপম্যান।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত