তিন ফিফটিতে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ২৭০

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ২০: ৩৩

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের পরও তিন ফিফটিতে লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান। সাইম আইয়ুব, সালমান আলী আঘা ও মোহাম্মদ নাওয়াজের ফিফটিতে ভর করে ৫০ ওভারে ৯ উইকেটে হারিয়ে ২৬৯ রানের সংগ্রহ করেছে পাকিস্তান। জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ২৭০ রান।

ফয়সালাবাদে টস জিতে ব্যাট করতে নেমে কোনো রান না করেই বিদায় নেন ফখর জামান। দলীয় ১৭ রানে বিদায় নেন বাবর আজমও (১১)। ক্রিজে এসে টিকতে পারেননি মোহাম্মদ রিজওয়ান (৪)। তাতেই ২২ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। সেখান থেকে দলকে টেনে তোলেন সাইম ও সালমান। দুজনের জুটিতে শতরান পার করে পাকিস্তান। দলীয় ১১৪ রানের মাথায় সাইম ৬৬ বলে ৫৩ রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি।

বিজ্ঞাপন

এরপর নাওয়াজকে নিয়ে আরেকটি জুটি গড়েন সালমান। ১০৬ বলে ৬৯ রানের ইনিংস খেলে সালমান আউট হলেও পাকিস্তান ততক্ষণে ২০০-এর কাছাকাছি চলে যায়। শেষ ব্যাটার হিসেবে নাওয়াজ আউট হন বলের সমান ৫৯ রান করে। মাঝে ক্যামিও খেলেন ফাহিম আশরাফ (১৮ বলে ২৮ রান)।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ১০ ওভারে ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন নান্দ্রা বার্গার। ৩ উইকেট দখল করেন কাবায়োমজি পিটার। ২ উইকেট নেন করবিন বোশ।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ৫০ ওভারে ২৬৯/৯ (সালমান ৬৯, নাওয়াজ ৫৯, সাইম ৫৩; বার্গার ৪/৪৬, পিটার ৩/৫৫, বোশ ২/৫৮)

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত