আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১১ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরাইল

আমার দেশ অনলাইন

১১ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরাইল
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

১১ ফিলিস্তিনি বন্দিকে কয়েক মাস আটক রাখার পর মুক্তি দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। বন্দি বিষয়ক তথ্য অফিসের এক বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ গাজার একটি সীমান্ত ক্রসিং থেকে তাদের মুক্তি দেয়া হয়েছে। মুক্তির সময় তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়নি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বন্দিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য দেইর আল বালাহের আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

এরআগে ইসরাইল যেসব ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছিল, তাদের শরীরে নির্যাতন, অপুষ্টি এবং গুরুতর আঘাতের লক্ষণ ছিল। তারা জানায়, আটকের সময় তাদের ওপর নির্যাতন করা হয়েছিল।

হামাস এবং ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির আওতায় গত ১৩ অক্টোবর ইসরাইল প্রায় দুই ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। এরমধ্যে এক হাজার ৭০০ জন গাজা থেরেক আটক হয়েছিলেন।

ফিলিস্তিন এবং ইসরাইলি মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে, নারী ও শিশুসহ ১০ হাজারের বেশি ফিলিস্তিনি ইসরাইলে বন্দি রয়েছেন।

সংস্থাগুলো জানায়, বন্দিরা নির্যাতন, অনাহার এবং চিকিৎসা অবহেলার সম্মুখীন হচ্ছেন, অসংখ্য বন্দির মৃত্যুও হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন