নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি মারা গেছেন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৯: ০১
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৯: ৩০
মোহাম্মাদু বুহারি

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন অসুস্থ থাকার পর লন্ডনে স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নাইজেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বোলা টিনুবুর মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ রোববার এই ঘোষণা দেওয়া হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা

বিজ্ঞাপন

২০১৫ সালে মোহাম্মাদু বুহারি ইতিহাস সৃষ্টি করেন। তিনি নাইজেরিয়ার আধুনিক রাজনৈতিক ইতিহাসে প্রথম বিরোধী প্রার্থী, যিনি নির্বাচনে জয়ী হয়ে তৎকালীন প্রেসিডেন্ট গুডলাক জোনাথানকে পরাজিত করেন। ওই নির্বাচনকে দেশটির সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে বিবেচনা করা হয়।

বুহারি মূলত একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। তিনি ১৯৮০-এর দশকে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রথমবার নাইজেরিয়ার শাসনক্ষমতায় আসেন। পরে তিনি নিজেকে গণতান্ত্রিক রাজনীতিক হিসেবে পুনরায় প্রতিষ্ঠা করেন এবং ‘পরিবর্তিত গণতন্ত্রবাদী’ হিসেবে পরিচিত হন। তার নরম রাজনীতিক ইমেজ গড়ে ওঠে, যেখানে তিনি পশ্চিম আফ্রিকান পোশাক কাফতান পরে শান্ত দৃষ্টিভঙ্গি প্রকাশ করতেন।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সংযমী জীবনযাপনের জন্য বুহারি পরিচিত ছিলেন। তার একটি বিখ্যাত উক্তি ছিল, ‘আমি সবার, কিন্তু কারও নই’ — যার মাধ্যমে তিনি দেশের প্রচলিত রাজনীতিক গোষ্ঠীর বাইরে নিজেকে তুলে ধরতে চেয়েছিলেন।

তবে তার শাসনামলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে। তিনি বোকো হারাম দমন ও দেশব্যাপী শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও, বিদ্রোহ ও অপরাধমূলক কর্মকাণ্ড ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে। সশস্ত্র গোষ্ঠী, বিচ্ছিন্নতাবাদী এবং দুষ্কৃতকারীরা একাধিক এলাকায় দণ্ডমুণ্ডের কর্তা হয়ে ওঠে।

তারপরও বুহারিকে অনেকেই গণতান্ত্রিক পরিবর্তনের প্রতীক হিসেবে মনে করেন। যদিও তিনি যে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। মোহাম্মাদু বুহারির মৃত্যুতে নাইজেরিয়ার রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত