আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুদ্ধ বন্ধে সংলাপের জন্য প্রস্তুত জেলেনস্কি

আমার দেশ অনলাইন
যুদ্ধ বন্ধে সংলাপের জন্য প্রস্তুত জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বার্লিনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার বলেছেন, যুদ্ধ অবসানে তিনি ‘সংলাপের’ জন্য প্রস্তুত রয়েছেন।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রণীত শান্তি পরিকল্পনায় ইউক্রেনের সংশোধনী নিয়ে ওয়াশিংটনের কাছ থেকে এখনও কোনো জবাব পাননি।

বিজ্ঞাপন

তবে তিনি যোগ করেন, তিনি সব সংকেত গ্রহণ করছেন এবং আজ যে সংলাপ শুরু হবে, তার জন্য প্রস্তুত রয়েছেন।

জেলেনস্কি আরও বলেন, বার্লিনে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মার্কিন এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করছি, এবং এই বৈঠকগুলো আজ ও আগামীকাল অনুষ্ঠিত হবে।

সূত্র: এএফপি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন