ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি ওআইসির আহ্বান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৩৩
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইসরাইলের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা নিতে’ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

ওআইসির পক্ষ থেকে এক বিবৃতিতে জাতিসংঘে তুরস্কের দূত আহমেত ইলদিজ কাতারে ইসরাইলের অযৌক্তিক হামলার নিন্দা জানান। তিনি বলেন, এ হামলা কাতারে সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন।

বিজ্ঞাপন

ইলদিজ বলেন, ‘কোন সন্দেহ নেই যে এই কাপুরুষোচিত কাজ আন্তর্জাতিক আইনের নিয়মাবলী এবং অবশ্যই জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন। কারণ এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং প্রকৃতপক্ষে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উভয়ের জন্যই একটি প্রকাশ্য হুমকি।’

তিনি ইসরাইলি হামলাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ এবং ‘এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য ইসরাইলের পদ্ধতিগত নীতি এবং চলমান প্রচেষ্টার অংশ বলে বর্ণনা করেছেন।

ইলদিজ বলেন, ‘কাতারে যেকোনো আগ্রাসন যা এর নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।’

নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা কাতারের সার্বভৌমত্বের বিরুদ্ধে এই অন্যায্য সশস্ত্র শক্তি ব্যবহারের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

কাতারে হামলার জন্য ইসরাইলকে জবাবদিহির আওতায় আনার ওপর জোর দেন তিনি।

মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাসের প্রতিনিধিদের ওপর বিমান হামলা চালায় ইসরাইল।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত