আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় কর্মরত দাতা গোষ্ঠীর কার্যক্রম স্থগিতের হুঁশিয়ারি ইসরাইলের

আমার দেশ অনলাইন

গাজায় কর্মরত দাতা গোষ্ঠীর কার্যক্রম স্থগিতের হুঁশিয়ারি ইসরাইলের
ছবি: আল জাজিরা

গাজায় কর্মরত কয়েকটি দাতা গোষ্ঠীর কার্যক্রম স্থগিতের হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। তেলআবিবের অভিযোগ, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় কাজ করা দাতা গোষ্ঠীগুলো নতুন নিয়ম মেনে চলতে ব্যর্থ হচ্ছে। এ কারণে ডক্টরস উইদাউট বর্ডারসসহ তিন ডজনেরও বেশি মানবিক সংস্থার কার্যক্রম স্থগিত করা হবে। খবর আল জাজিরার।

আগামী বৃহস্পতিবার থেকে নিষেধাজ্ঞার মুখোমুখি হবে সংস্থাগুলো। ইসরাইল বলছে, সংস্থাগুলো তাদের কর্মী, তহবিল এবং কার্যক্রম সম্পর্কে তথ্য ভাগ করে নেয়ার জন্য দেয়া নতুন নিয়ম পূরণ করেনি।

বিজ্ঞাপন

অন্যান্য প্রধান সংস্থাগুলোর মধ্যে রয়েছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, কেয়ার ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি এবং অক্সফাম এবং কারিতাস-এর মতো প্রধান দাতব্য সংস্থা।

ইসরাইলের অভিযোগ, ডক্টরস উইদাউট বর্ডারসের কিছু কর্মী সদস্যের ভূমিকা স্পষ্ট করতে ব্যর্থ হয়েছে এবং তারা হামাসের সঙ্গে সহযোগিতা করছে।

গাজায় কর্মরত বৃহত্তম চিকিৎসা গোষ্ঠীগুলোর মধ্যে একটি ডক্টরস উইদাউট বর্ডারস। তারা বলছে, ইসরাইলের এই সিদ্ধান্ত উপত্যকায় তাদের কাজের ওপর বিপর্যয়কর প্রভাব ফেলবে। সংস্থাটি তাদের কর্মীদের বিরুদ্ধে ইসরাইলের অভিযোগ অস্বীকার করেছে।

আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, ইসরাইলের নিয়ম স্বেচ্ছাচারী। আর তেলআবিব বলছে, গাজায় কর্মরত ৩৭টি গোষ্ঠীর পারমিট নবায়ন করা হয়নি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন