সিরিয়ার আলেপ্পোতে সেনাবাহিনী-এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১২: ২১
ছবি: আল আরাবিয়া

গত কয়েক দিনের সহিংসতার পর সিরিয়ার আলেপ্পোতে নতুন করে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে সিরীয় সেনাবাহিনী ও কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)। আজ (মঙ্গলবার) একথা জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সোমবার আলেপ্পোতে কুর্দি বাহিনীর বোমা হামলায় সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর অন্তত একজন সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে সেনাবাহিনীর ওপর হামলার কথা অস্বীকার করেছে এসডিএফ।

বিজ্ঞাপন

অনেক পরিবার এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-গারিব এলাকাবাসীকে ঘরের ভিতরে থাকতে এবং যেসব জায়গায় সংঘর্ষ চলছে, তা থেকে যতটা সম্ভব দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

দেশটির উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে সরকারি বাহিনী এবং আধা-স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে দেশটির উত্তর–পূর্বাঞ্চলে কয়েকটি সংঘর্ষ রেখায় কুর্দি নেতৃত্বাধীন এসডিএফের বিরুদ্ধে আবার সেনা মোতায়েন করা হয়।

সেনাবাহিনী কয়েক দিন আগে এসডিএফের নিয়ন্ত্রণে থাকা আলেপ্পোর দুটি এলাকা অবরোধ করে। এর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করেন।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত