ইরানে সশস্ত্র হামলায় নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৯: ৫১
ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র হামলায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। সিস্তান-বেলুচিস্তান প্রদেশের খাশ শহর এবং জাহেদান শহরের মধ্যবর্তী রাস্তায় টহল দেয়ার সময় তারা হামলা শিকার হন। খবর বার্তা সংস্থা মেহেরের।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনীর কুদস ঘাঁটি শনিবার এক বিবৃতিতে জানায়, নিহতরা ইরানের বাসিজ স্বেচ্ছাসেবী নিরাপত্তা সদস্য।

বিজ্ঞাপন

বিবৃতিতে জানানো হয়, নিহত দু’জনই স্থানীয় সুন্নি সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন। তারা একজন উপজাতি নেতার সাথে ছিলেন, ওই নেতাকে হত্যার জন্যই হামলা চালায় সন্ত্রাসীরা।

হামলা থেকে ওই উপজাতি নেতা বেঁচে গেছেন কিনা তা জানানো হয়নি। বিবৃতিতে শুধুমাত্র দুই নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে বলে জানানো হয়।

ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশটি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী কার্যকলাপের জন্য অস্থিতিশীল অঞ্চল হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা বেড়েছে।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত