ইসরাইলে অস্ত্র রপ্তানি স্থগিতের সিদ্ধান্তে জার্মানদের ব্যাপক সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৯: ১২
ছবি: সংগৃহীত

ইসরাইলের জন্য অস্ত্র রপ্তানি আংশিকভাবে স্থগিত রাখায় জার্মান সরকারের সিদ্ধান্তে দেশটির নাগরিকরা ব্যাপক সমর্থন প্রকাশ করেছেন। জার্মান টেলিভিশন চ্যানেল জেডডিএফ–এর সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দেশটির ৮৩ শতাংশ মানুষ এই পদক্ষেপকে সমর্থন করেন।

বৃহস্পতিবার মিডল ইস্ট মনিটর এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

জার্মানদের মতে, গাজার সামরিক অভিযানে ব্যবহারযোগ্য অস্ত্র সরবরাহ বন্ধ করা জরুরি এবং এটি মানবিক সংকট মোকাবিলার জন্য প্রয়োজনীয়।

জরিপের ফলাফলে আরও জানা যায়, ৬২ শতাংশ মানুষ মনে করছেন, ইসরাইলের ওপর আরও রাজনৈতিক চাপ সৃষ্টি করা উচিত, যাতে গাজার সামরিক অভিযান বন্ধ হয়। একে বিপরীতে, মাত্র ৩০ শতাংশ নাগরিক এই প্রস্তাবের বিরোধিতা করেছেন।

এছাড়া, জরিপে দেখা যায়, ৬০ শতাংশ জার্মান নাগরিক মনে করেন, এখনই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত, যেখানে মাত্র ২২ শতাংশ এর বিরোধিতা করেন।

বিশেষজ্ঞরা বলছেন, এটি জার্মানির মধ্যপ্রাচ্য নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায়ও এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে এবং আশা করছে, এটি গাজার নাগরিকদের মানবিক পরিস্থিতি উন্নত করতে সহায়ক হবে।

বিশ্লেষকরা মনে করছেন, জনমতের এই সমর্থন জার্মান সরকারকে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রেরণা দিতে পারে। বিশেষ করে অস্ত্র রপ্তানির ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়ানোর ক্ষেত্রে। অন্যদিকে, ইসরাইল এই সিদ্ধান্তকে কিছুটা সমালোচনামূলক হিসেবে দেখলেও, এর ফলে সাম্প্রতিক গাজার পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত