গাজায় হামাস-দুগমুশ গোত্রের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২৭

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৯: ২৩
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৯: ২৮
ছবি: বিবিসি

গাজা সিটিতে হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। উপত্যকায় ইসরাইলি বাহিনীর বড় ধরনের সামরিক অভিযান শেষ হওয়ার পর এটাই সবচেয়ে সহিংস অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনা। খবর বিবিসির

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজা সিটির জর্ডান হাসপাতালের কাছে হামাসের সঙ্গে গোত্রীয় যোদ্ধাদের গুলি বিনিময় হয়েছে।

বিজ্ঞাপন

হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা ইউনিটগুলো তাদের ঘিরে ফেলে এবং আটক করার চেষ্টা করে। সংঘর্ষে হামাসের আট সদস্য নিহত হয়েছেন বলেও জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চিকিৎসা সূত্র জানিয়েছে যে শনিবার থেকে লড়াই শুরু হওয়ার পর ১৯ জন দুগমুশ গোত্রের সদস্য এবং আটজন হামাস যোদ্ধা নিহত হয়েছেন।

এলাকাবাসীরা বলেন, ভয়াবহ গুলিবিনিময়ের কারণে শত শত পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। ইতোমধ্যেই ইসরাইলি হামলায় বারবার বাস্তুচ্যুত হওয়া এসব মানুষ এখন নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ সংঘাতের মুখে নতুন করে শরণার্থী শিবিরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। একজন স্থানীয় নাগরিক বলেন, ‘মানুষ এবার ইসরাইলি হামলা থেকে পালাচ্ছে না, পালাচ্ছে নিজেদের লোকদের কাছ থেকে।’

দুগমুশ গোত্র গাজার অন্যতম প্রভাবশালী গোত্র হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে হামাসের সঙ্গে তাদের টানাপোড়েন চলে আসছে। অতীতেও উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে।

হামাসের দাবি, দুগমুশ গোত্র সম্প্রতি তাদের দুই যোদ্ধাকে হত্যা করেছে এবং আরো পাঁচজনকে আহত করেছে। এর প্রেক্ষিতেই অভিযান চালানো হয়। তবে দুগমুশ গোত্রের এক সূত্র স্থানীয় গণমাধ্যমকে বলেছে, হামাস একটি ভবন দখল করতে চেয়েছিল, যেখানে আল-সাবরা এলাকা থেকে বাস্তুচ্যুত তাদের পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছিল। তারা অভিযোগ করে বলেছে, হামাস ওই পরিবারগুলোকে উচ্ছেদ করে সেখানে নতুন ঘাঁটি স্থাপন করতে চেয়েছিল।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত