রয়টার্স/ইপসোস জরিপ
আমার দেশ অনলাইন
যুক্তরাষ্ট্রের বেশির ভাগ নাগরিক মনে করেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। বার্তা সংস্থা রয়টার্স ও গবেষণা সংস্থা ইপসোস পরিচালিত এক জরিপে এমন চিত্র উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া ৫৯ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। ৩৩ শতাংশ এর বিরোধিতা করেছেন। বাকিরা এই প্রশ্নের উত্তর দেননি বা অনিশ্চিত ছিলেন।
ছয় দিন ধরে পরিচালিত জরিপটি গত সোমবার শেষ হয়। এতে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ৫৩ শতাংশ সমর্থক ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে। অন্যদিকে ৪১ শতাংশ রিপাবলিকান ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃত চান।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিত্র ব্রিটেন, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ বেশ কিছু দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। তবে ইসরাইল এর তীব্র নিন্দা জানিয়েছে।
২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে আকস্মিক আক্রমণ করে ইসরাইল। জবাবে দুই বছর ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালায় ইসরাইল।
জরিপে অংশ নেওয়া প্রায় ৬০ শতাংশ উত্তরদাতা বলেছেন, গাজায় ইসরাইলের প্রতিক্রিয়া অত্যধিক ছিল। তবে ৩২ শতাংশ দ্বিমত করেছেন।
গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরা ট্রাম্প ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন। চলতি মাসে হওয়া যুদ্ধবিরতিতে মধ্যস্থতাও করেছেন তিনি।
রয়টার্স/ইপসোস জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে, ট্রাম্পের পরিকল্পনা কার্যকর হলে তাকে কৃতিত্ব দিতে প্রস্তুত মার্কিন জনগণ। জরিপের প্রায় ৫১ শতাংশ উত্তরদাতা এই বিবৃতির সঙ্গে একমত যে, শান্তি প্রচেষ্টা সফল হলে ট্রাম্প ‘উল্লেখযোগ্য কৃতিত্বের যোগ্য’। তবে ৪২ শতাংশ এর সঙ্গে দ্বিমত করেছেন।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সামগ্রিক কর্মক্ষমতাকে প্রতি ২০ জনের মধ্যে মাত্র একজন সমর্থন করেছেন। তবে চারজনের মধ্যে একজন বলেছেন, শান্তি বজায় থাকলে ট্রাম্পের উল্লেখযোগ্য কৃতিত্ব পাওয়া উচিত।
যুক্তরাষ্ট্রের বেশির ভাগ নাগরিক মনে করেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। বার্তা সংস্থা রয়টার্স ও গবেষণা সংস্থা ইপসোস পরিচালিত এক জরিপে এমন চিত্র উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া ৫৯ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। ৩৩ শতাংশ এর বিরোধিতা করেছেন। বাকিরা এই প্রশ্নের উত্তর দেননি বা অনিশ্চিত ছিলেন।
ছয় দিন ধরে পরিচালিত জরিপটি গত সোমবার শেষ হয়। এতে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ৫৩ শতাংশ সমর্থক ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে। অন্যদিকে ৪১ শতাংশ রিপাবলিকান ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃত চান।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিত্র ব্রিটেন, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ বেশ কিছু দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। তবে ইসরাইল এর তীব্র নিন্দা জানিয়েছে।
২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে আকস্মিক আক্রমণ করে ইসরাইল। জবাবে দুই বছর ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালায় ইসরাইল।
জরিপে অংশ নেওয়া প্রায় ৬০ শতাংশ উত্তরদাতা বলেছেন, গাজায় ইসরাইলের প্রতিক্রিয়া অত্যধিক ছিল। তবে ৩২ শতাংশ দ্বিমত করেছেন।
গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরা ট্রাম্প ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন। চলতি মাসে হওয়া যুদ্ধবিরতিতে মধ্যস্থতাও করেছেন তিনি।
রয়টার্স/ইপসোস জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে, ট্রাম্পের পরিকল্পনা কার্যকর হলে তাকে কৃতিত্ব দিতে প্রস্তুত মার্কিন জনগণ। জরিপের প্রায় ৫১ শতাংশ উত্তরদাতা এই বিবৃতির সঙ্গে একমত যে, শান্তি প্রচেষ্টা সফল হলে ট্রাম্প ‘উল্লেখযোগ্য কৃতিত্বের যোগ্য’। তবে ৪২ শতাংশ এর সঙ্গে দ্বিমত করেছেন।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সামগ্রিক কর্মক্ষমতাকে প্রতি ২০ জনের মধ্যে মাত্র একজন সমর্থন করেছেন। তবে চারজনের মধ্যে একজন বলেছেন, শান্তি বজায় থাকলে ট্রাম্পের উল্লেখযোগ্য কৃতিত্ব পাওয়া উচিত।
নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখো মানুষ। ঝড়ের কারণে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট। বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে ঘরের ছাদ। উপড়ে গেছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি।জনগণকে ঘরের ভেতরে থাকতে এবং ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশনা দেয়া হয়েছে।
১ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশে দীপাবলির উৎসবে ‘কার্বাইড বন্দুক’ নিয়ে খেলতে গিয়ে চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছে ১৪ শিশু। চোখে মারাত্মক আঘাত নিয়ে মাত্র তিনদিনে রাজ্যটির বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা ১২২ ছাড়িয়েছে।
১ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির আওতায় গুরুতর অসুস্থদের গাজা থেকে বিদেশে সরিয়ে নেয়ার অনুমতি দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে এ আহ্বান জানিয়েছেন সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস।
২ ঘণ্টা আগেতিন বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। এই যুদ্ধ শেষ করতে ১২ দফা প্রস্তাব তৈরিতে ইউক্রেনের সঙ্গে কাজ করছে ইউরোপের বিভিন্ন দেশ। চার ইউরোপীয় কূটনীতিক এমন তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে