ইরানের জাহাজ ও তেল খাতে নতুন বড় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১৫: ৫৮
ছবি: সংগৃহীত

ইরানের তেল পরিবহন ও রফতানি নেটওয়ার্ককে লক্ষ্য করে নতুন করে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ২০১৮ সালের পর এটিই ইরানের উপর সবচেয়ে বড় নিষেধাজ্ঞা।

বিজ্ঞাপন

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞায় ১৫টি শিপিং কোম্পানি, ৫২টি জাহাজ, ৫৩টি প্রতিষ্ঠান ও ১২ জন ব্যক্তি অন্তর্ভুক্ত—যারা ১৭টি দেশে কার্যক্রম চালায়। মূলত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা আলি শামখানির ছেলে মোহাম্মদ হোসেন শামখানির পরিচালিত ছায়া-নেটওয়ার্ককেই নিষেধাজ্ঞার কেন্দ্রে রাখা হয়েছে। তিনি ইরানি ও রুশ তেল গোপনে রপ্তানি করে কোটি কোটি ডলার আয় করেছেন বলে অভিযোগ।

মার্কিন ট্রেজারি বিভাগের মতে, ইরানের অর্থনীতির অন্যতম বড় উৎস তেল রফতানিকে লক্ষ করে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের শুরুতে দৈনিক ১৮ লাখ ব্যারেল থেকে কমে বর্তমানে ইরানের তেল রফতানি প্রায় ১২ লাখ ব্যারেলে নেমে এসেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত