ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো জোর দিয়ে বলেছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে কার্যনির্বাহী বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ব্যারোট একথা বলেন। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্রের অভিপ্রায়ের সমালোচনা করেন তিনি। খবর বার্তা সংস্থা এপির।
ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি খনিজ সমৃদ্ধ এই আর্কটিক দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেননি।
ব্যারো বলেন, ‘প্রতিবেশী এবং মিত্রদের ওপর নিজেকে চাপিয়ে দিয়ে আপনি যুক্তরাষ্ট্র আবার মহান করে তুলতে পারবেন না। বরং বিশ্বের স্বাধীনতা এবং মিত্র ও অংশীদারদের উন্নতি, শান্তি ও সমৃদ্ধিতে বসবাস করার সুযোগ দানে অবদান রেখে আপনি একটি জাতিকে আবার মহান করে তুলতে পারবেন।’
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ব্যারো বলেছেন, ‘বিশ্বের ক্রমবর্ধমান অস্থিরতা, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং আর্কটিক অঞ্চলে লোভনীয় প্রভাব বিস্তারের প্রচেষ্টার মুখে ফ্রান্স পরিষ্কার বার্তা দিচ্ছে: গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ড দখলের জন্য নয়।’
তিনি আরো জানান, ফ্রান্স হবে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ, যারা ২০২৬ সালের শুরুতে গ্রিনল্যান্ডে একটি কনস্যুলেট খুলবে। পাশাপাশি সহযোগিতা জোরদারে জন্য পার্টনারশিপ ডায়ালগ কমিটিও গঠন করা হবে।
তার দুই দিনের সফরের লক্ষ্য ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি ফ্রান্সের সমর্থন প্রদর্শন করা।
আরএ


ভেনেজুয়েলার উপকূলে ৮ যুদ্ধ জাহাজ নিয়ে মার্কিন সেনাদের অবস্থান
সুদানে ভূমিধসে হাজারের বেশি মানুষের মৃত্যু, নিশ্চিহ্ন পুরো গ্রাম