গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১১: ২৫
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির এক সপ্তাহের বেশি সময় পার হয়েছে। কিন্তু এর মধ্যে চুক্তি লঙ্ঘন করে ৮০ বারের বেশি হামলা চালিয়েছে ইসরাইল। গাজার মিডিয়া দপ্তরের তথ্য অনুসারে ইসরাইলি হামলায় যুদ্ধবিরতির মধ্যে রোববার পর্যন্ত ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে ভঙ্গুর এ যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা চালাচ্ছে আমেরিকা। এর অংশ হিসেবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সোমবার সাক্ষাৎ করেন আমেরিকার দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

বিজ্ঞাপন

আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের জানান, যুদ্ধবিরতি বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। তিনি বলেন, যুদ্ধবিরতির বিষয়ে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইসরাইলের হামলার সঙ্গে আমেরিকার কোনো সংশ্লিষ্টতা নেই। হামাস নেতৃত্ব যুদ্ধবিরতি লঙ্ঘন করছে না কিন্তু স্থানীয়ভাবে কেউ কেউ বিদ্রোহ করতে পারে। যদি হামাস নেতৃত্ব তা সমাধান করতে না পারে, তবে ‘আমরা গিয়ে তাদের সমূলে উৎখাত করব’।

এর আগে রোববার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার অভিযোগ তুলে গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরাইল। হামলায় একদিনেই ৪৫ ফিলিস্তিনি নিহত হন। তেল আবিব জানায়, হামাসের হামলায় অন্তত দুই ইসরাইলি সেনা নিহত হয়েছে। তবে হামলার সঙ্গে হামাস তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।

সোমবার হামাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে সম্মান জানাতে ইসরাইলকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক পক্ষগুলোর প্রতি আহ্বান জানানো হয়। এতে বলা হয়, মৃত ইসরাইলি জিম্মিদের লাশ ফেরত পাঠাতে বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও তারা কাজ করছে।

বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, গাজায় যুদ্ধবিরতির পূর্ণাঙ্গ বিষয় মেনে চলছেন তারা। চুক্তি অনুসারে জীবিত সব জিম্মিকেই একত্রে মুক্তি দেওয়া হয়েছে।

তিনি বলেন, মৃত ইসরাইলি জিম্মিদের লাশ ফেরতের কাজ শেষ করতে আমরা প্রতিদিন কাজ করছি। কিন্তু গাজায় বিপুল ধ্বংসস্তূপের কারণে লাশ উদ্ধারের কাজটিই চ্যালেঞ্জের মুখে রয়েছে।

কাসেম বলেন, এর মধ্যে ইসরাইলি বাহিনী বোমা হামলা চালিয়ে কাজে আরো ব্যাঘাত সৃষ্টি করছে। একই সঙ্গে ধ্বংসস্তূপ পরিষ্কারের ভারী যন্ত্রপাতি তাদের হাতে নেই। মধ্যস্থতাকারীদের এ চ্যালেঞ্জগুলো অনুধাবনের আহ্বান জানান তিনি।

এদিকে মঙ্গলবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বিবৃতিতে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় সাতজন নিহত হন। এছাড়া ধ্বংসস্তূপ পরিষ্কার করে ছয়জনের লাশ উদ্ধার করা হয়। ইসরাইলি হামলায় আরো আটজন আহত হন।

এছাড়া ইসরাইলি বাহিনী আরো ১৫ ফিলিস্তিনি বন্দির লাশ ফেরত দিয়েছে। এ নিয়ে মোট ফেরত দেওয়া লাশের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫। সব মিলিয়ে ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ২২৯ ও আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭০ হাজার ৩৬৯।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত