রাশিয়া যুক্তরাষ্ট্রের ইউক্রেন যুদ্ধ সমাপ্তির নতুন পরিকল্পনার কিছু দিককে ইতিবাচকভাবে দেখছে। তবে এর অন্যান্য অংশের ব্যাপারে বিশেষ আলোচনার প্রয়োজন আছে বলে জানিয়েছে ক্রেমলিন। বুধবার, রুশ রাষ্ট্রীয় টেলিভিশন সাংবাদিকের কাছে এক মন্তব্যে ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, নতুন এই খসড়ার “সত্যিই গভীর বিশ্লেষণ” প্রয়োজন এবং রাশিয়া এখনও এই বিষয় নিয়ে কোনো আলোচনায় বসেনি।
তিনি বলেন, “কিছু দিক ইতিবাচকভাবে দেখা যেতে পারে, তবে অনেক কিছুই বিশেষজ্ঞদের মধ্যে আলাদা আলোচনা প্রয়োজন।”
এছাড়া, যুক্তরাষ্ট্রের সর্বশেষ পরিকল্পনা এখনও প্রকাশিত হয়নি। গত মঙ্গলবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে, এটি একটি পরিমার্জিত সংস্করণ যা আগে প্রস্তাবিত ২৮ দফা পরিকল্পনার একটি উন্নত রূপ। ওই পরিকল্পনায় ইউক্রেনকে ডোনেৎস্ক অঞ্চল থেকে সরে যেতে এবং সেনাবাহিনীর আকার ছোট করার কথা বলা হয়েছিল, যা কিয়েভ সমালোচনা করেছিল।
ইউক্রেন পরে জানায়, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি “বুঝাপড়া” করেছে এবং জেনেভায় আলোচনা শেষে কিছু বিতর্কিত দফা সংশোধন করা হয়েছে। ট্রাম্পও মঙ্গলবার বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখন উভয় পক্ষের সঙ্গে বৈঠক করবেন এবং আশা করছেন চূড়ান্ত চুক্তি অর্জন করা হবে।
এরপরই ক্রেমলিন নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ আগামী সপ্তাহে মস্কো সফর করবেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এছাড়া, উশাকভ ইউরোপের ভূমিকাকেও সমালোচনা করেছেন, বিশেষ করে তাদের যুদ্ধ সমাপ্তির আলোচনাতে জড়িত হওয়ার জন্য। তিনি ইউরোপকে “বিরক্তি” জানিয়ে বলেন, তারা শান্তি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে।
এসআর
