আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা যুদ্ধ বন্ধে ইসরাইল-হামাসের চুক্তি সই

আমার দেশ অনলাইন
গাজা যুদ্ধ বন্ধে ইসরাইল-হামাসের চুক্তি সই
ছবি সংগৃহীত

গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে রাজি হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে একথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। খবর আল জাজিরার।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমি অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করছি যে ইসরেইল ও হামাস, উভয়ই শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সই করেছে।’

বিজ্ঞাপন

তিনি আরো লেখেন, ‘খুব শিগগির সব জিম্মিকে মুক্তি দেয়া হবে। সেইসঙ্গে ইসরাইল তার সেনাবাহিনীকে নির্ধারিত একটি সীমানায় সরিয়ে আনবে।’

এদিকে, যুদ্ধবিরতি নিয়ে চুক্তিতে পৌঁছানোর কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আজ বৃহস্পতিবার ভোরে তারা এ ঘোষণা দেয়। এ চুক্তিতে গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটানোর কথা বলা হয়েছে।

এক বিবৃতি হামাস জানায়, ‘গাজায় যুদ্ধের অবসান, দখলদার বাহিনী প্রত্যাহার, মানবিক সহায়তা প্রবেশ এবং বন্দি বিনিময়ের জন্য একটি চুক্তি হয়েছে।’

এদিকে, এ চুক্তিকে স্বাগত জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। তারা বলছে, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

কাঁচা পাট রফতানিতে শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি ৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ স্থগিত

ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় গণঅধিকার পরিষদের নিন্দা

এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নতুন বাইজেন্টাইন: অস্থির বিশ্বের প্রেক্ষাপটে গ্রিস ও মধ্যপ্রাচ্যের সম্পর্ক

এলাকার খবর
খুঁজুন