গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে রাজি হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে একথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। খবর আল জাজিরার।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমি অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করছি যে ইসরেইল ও হামাস, উভয়ই শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সই করেছে।’
তিনি আরো লেখেন, ‘খুব শিগগির সব জিম্মিকে মুক্তি দেয়া হবে। সেইসঙ্গে ইসরাইল তার সেনাবাহিনীকে নির্ধারিত একটি সীমানায় সরিয়ে আনবে।’
এদিকে, যুদ্ধবিরতি নিয়ে চুক্তিতে পৌঁছানোর কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আজ বৃহস্পতিবার ভোরে তারা এ ঘোষণা দেয়। এ চুক্তিতে গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটানোর কথা বলা হয়েছে।
এক বিবৃতি হামাস জানায়, ‘গাজায় যুদ্ধের অবসান, দখলদার বাহিনী প্রত্যাহার, মানবিক সহায়তা প্রবেশ এবং বন্দি বিনিময়ের জন্য একটি চুক্তি হয়েছে।’
এদিকে, এ চুক্তিকে স্বাগত জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। তারা বলছে, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত।
আরএ


গাজা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের চুক্তিকে স্বাগত জানাল ইসরাইল