আমার দেশ অনলাইন
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতকে সতর্ক করে বলেছেন, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে ‘যুদ্ধের কোনো স্থান নেই’। শনিবার পাকিস্তান মিলিটারি একাডেমিতে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তার মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
শনিবার দীর্ঘমেয়াদি কোর্স, ৩৭তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স, ৭১তম ইন্টিগ্রেটেড কোর্স এবং ২৬তম লেডি ক্যাডেট কোর্সের ক্যাডেটদের পাসিং-আউট কুচকাওয়াজে বক্তব্য দেনে পাকিস্তানি সেনাপ্রধান। তিনি বলেন, ‘জাতির পূর্ণ সমর্থন নিয়ে সেনাবাহিনী দেশের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।’
কুচকাওয়াজ চলাকালীন তিনি বিশিষ্ট ক্যাডেটদের পুরষ্কার প্রদান করেন। ইরাক, ফিলিস্তিন, কাতার, মালি, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইয়েমেন, বাংলাদেশ এবং নাইজেরিয়াসহ বেশ কয়েকটি দেশের ৪০ জন ক্যাডেট পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
সেনাপ্রধান বলেন, ‘আমি জাতিকে আশ্বস্ত করছি যে, আল্লাহর ইচ্ছায়, আমরা এই ভূমির এক ইঞ্চিও শত্রুদের দখলে নিতে দেব না।’
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার কথা উল্লেখ করে ফিল্ড মার্শাল মুনির বলেন, ‘পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনো স্থান নেই। তিনি ভারতকে সতর্ক করে দিয়ে বলেন, নয়াদিল্লির আগ্রাসন এই অঞ্চলকে অস্থিতিশীল করার ঝুঁকিতে ফেলেছে।
তিনি আরও বলেন, ‘শত্রুপক্ষ ফিতনা আল-হিন্দুস্তান ও ফিতনা আল-খাওয়ারিজকে ‘ভাড়াটে’ হিসেবে ব্যবহার করছে।’
এসময় তিনি আফগানিস্তানের জনগণকে সহিংসতার পরিবর্তে পারস্পারিক শান্তি ও নিরাপত্তা বেছে নেওয়ার আহ্বান জানান।
আরএ
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতকে সতর্ক করে বলেছেন, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে ‘যুদ্ধের কোনো স্থান নেই’। শনিবার পাকিস্তান মিলিটারি একাডেমিতে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তার মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
শনিবার দীর্ঘমেয়াদি কোর্স, ৩৭তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স, ৭১তম ইন্টিগ্রেটেড কোর্স এবং ২৬তম লেডি ক্যাডেট কোর্সের ক্যাডেটদের পাসিং-আউট কুচকাওয়াজে বক্তব্য দেনে পাকিস্তানি সেনাপ্রধান। তিনি বলেন, ‘জাতির পূর্ণ সমর্থন নিয়ে সেনাবাহিনী দেশের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।’
কুচকাওয়াজ চলাকালীন তিনি বিশিষ্ট ক্যাডেটদের পুরষ্কার প্রদান করেন। ইরাক, ফিলিস্তিন, কাতার, মালি, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইয়েমেন, বাংলাদেশ এবং নাইজেরিয়াসহ বেশ কয়েকটি দেশের ৪০ জন ক্যাডেট পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
সেনাপ্রধান বলেন, ‘আমি জাতিকে আশ্বস্ত করছি যে, আল্লাহর ইচ্ছায়, আমরা এই ভূমির এক ইঞ্চিও শত্রুদের দখলে নিতে দেব না।’
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার কথা উল্লেখ করে ফিল্ড মার্শাল মুনির বলেন, ‘পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনো স্থান নেই। তিনি ভারতকে সতর্ক করে দিয়ে বলেন, নয়াদিল্লির আগ্রাসন এই অঞ্চলকে অস্থিতিশীল করার ঝুঁকিতে ফেলেছে।
তিনি আরও বলেন, ‘শত্রুপক্ষ ফিতনা আল-হিন্দুস্তান ও ফিতনা আল-খাওয়ারিজকে ‘ভাড়াটে’ হিসেবে ব্যবহার করছে।’
এসময় তিনি আফগানিস্তানের জনগণকে সহিংসতার পরিবর্তে পারস্পারিক শান্তি ও নিরাপত্তা বেছে নেওয়ার আহ্বান জানান।
আরএ
এর আগে বাংলাদেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়।
৬ ঘণ্টা আগেসুদানের রাজধানীর খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরসহ এর আশেপাশের বেশ কিছু এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে। দীর্ঘ দুই বছর অপেক্ষার পর বিমানবন্দরটি খোলার একদিন আগেই এই হামলার ঘটনাটি ঘটে।
৬ ঘণ্টা আগেদ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে কারাদণ্ড ভোগ করতে যাচ্ছেন নিকোলাস সারকোজি। লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধভাবে নির্বাচনি তহবিল নেয়ার অপরাধে পাঁচ বছরের কারাভোগ করতে হচ্ছে তাকে।
৯ ঘণ্টা আগেআন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের ট্র্যাজেডির ক্ষেত্রে সম্মান প্রদর্শন করতে অক্ষম উল্লেখ তিনি বলেন, গাজায় ইসরাইলের যুদ্ধ গণহত্যা ছাড়া আর কিছুই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের সুরক্ষা প্রদান করতে হবে এবং গণহত্যার অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
১১ ঘণ্টা আগে