বছরের সবচেয়ে গরম দিন দেখলো যুক্তরাজ্য

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ২০: ০০

যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, দেশটিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কেন্ট শহরের ফ্রিট্টেনডেনে স্থানীয় সময় দুপুর একটায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

সেই হিসেবে আজই এ বছরের সবচেয়ে গরম দিন পেয়েছে যুক্তরাজ্য।

আজই তাপমাত্রা আরো বাড়তে বলে ধারণা করা হচ্ছে।

কেন্ট ও লন্ডন এলাকায় তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে লন্ডনের আকাশে কিছু মেঘও দেখা গেছে।

জুলাই মাসে সর্বকালের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয় ২০২২ সালের ১৯শে জুলাই। লিংকনশায়ারে ৪০ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো সেদিন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত