ইরানের ফার্স প্রদেশে ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির একটি ভাস্কর্য ভেঙে ফেলেছেন বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলমান সরকারবিরোধী আন্দোলনের ১১তম দিনে বুধবার (৭ জানুয়ারি) এই ভাস্কর্যটি ভাঙচুর করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে এক মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলাইমানি। তার মৃত্যুর পর প্রতিক্রিয়া হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।
বুধবার রাতে ইরানের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ আরো সহিংস রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ সাময়িকভাবে বন্ধ করে দেয়। তবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকলেও রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে অংশ নেন।
বিক্ষোভের অংশ হিসেবে ইস্ফাহানে রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে সংশ্লিষ্ট একটি ভবনে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ জানায়, বিক্ষোভকারীরা পুলিশের মোটরসাইকেল, রাষ্ট্রীয় টেলিভিশনের ভবন, গভর্নরের কার্যালয় এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে আগুন ধরিয়ে দেন।
এদিকে ইরানের শেষ শাহের ছেলে রেজা পেহলেভির আহ্বানে বৃহস্পতিবারও বহু মানুষ রাস্তায় নেমে আসে। এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মূলত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে আন্দোলন শুরু করেন। সেই আন্দোলন টানা ১২ দিন ধরে চলেছে এবং দিন দিন তা আরও বিস্তৃত ও তীব্র হয়ে উঠছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

