পুতিনের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে: ট্রাম্প

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৯: ০০
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৯: ০৭
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আলাস্কায় এ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের বলেছেন, আমাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। যদিও এখনও পুরোপুরি চুক্তি হয়নি, তবে চুক্তি হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, আমি এখন কিছু ফোন কল শুরু করব। ন্যাটো, ইউক্রেনের প্রেসিডেন্ট এবং আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জানাব কী হয়েছে। এখন ইউরোপের দেশগুলোকে সম্পৃক্ত করে একটি চূড়ান্ত চুক্তি করার দায়িত্ব ইউক্রেনের প্রেসিডেন্টের।

তিনি আরও বলেন, আগামীতে যেকোন সময় রাশিয়া ও ইউক্রেন সরাসরি আলোচনায় বসবে। সেই আলোচনায় পুতিন ও জেলেনস্ক- দুজই কথা বলবেন। পুতিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের মূল্যায়ন করতে বললে ট্রাম্প জবাব দেন, ‘১০–এ ১০। সূত্র: বিবিসি

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত