আমার দেশ অনলাইন
সরকারি সংস্থা এবং ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে নথিপত্র লেনদেনের জন্য ব্যবহৃত সার্ভার সফটওয়ারে সাইবার হামলার বিষয়ে সতর্ক করে দিয়েছে মাইক্রোসফট। এজন্য গ্রাহকদের অবিলম্বে সুরক্ষা ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে এই টেক জায়ান্ট। খবর জিও নিউজের।
রোববার এফবিআই জানিয়েছে যে তারা সাইবার হামলা সম্পর্কে অবগত। এ বিষয়ে ফেডারেল এবং বেসরকারি খাতের অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে। তবে কোন বিস্তারিত তথ্য দেয়নি এফবিআই।
শনিবার জারি করা এক সতর্কতায় মাইক্রোসফট জানিয়েছে, সতর্কতা শুধুমাত্র প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবহৃত শেয়ারপয়েন্ট সার্ভারের ক্ষেত্রে প্রযোজ্য। এতে বলা হয়েছে ক্লাউডে থাকা মাইক্রোসফট ৩৬৫-এর শেয়ারপয়েন্ট অনলাইন আক্রমণের শিকার হয়নি।
প্রথম হ্যাকিংয়ের খবর প্রকাশ করেছিল ওয়াশিংটন পোস্ট। সংবাদ মাধ্যমটি জানিয়েছে যে গত কয়েকদিনে অজ্ঞাত হ্যাকাররা মার্কিন যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা এবং ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে সাইবার হামলা চালাতে একটি ত্রুটিকে কাজে লাগিয়েছে।
বিশেষজ্ঞদের বরাত দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, হ্যাকটি ‘জিরো ডে’ আক্রমণ হিসাবে পরিচিত। কারণ এক্ষেত্রে সার্ভারের অজানা দুর্বলতাকে ব্যবহার করে হ্যাকাররা। এতে লাখ লাখ সার্ভার ঝুঁকির মধ্যে পড়ে।
মাইক্রোসফট তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
রোববার মাইক্রোসফট জানায়, তারা শেয়ারপয়েন্ট সাবস্ক্রিপশন সংস্করণের জন্য নিরাপত্তা ব্যবস্থা আপডেট করেছে। এই আপডেট সুবিধা নিতে গ্র্হকদের অবিলম্বে আবেদন করতে বলা হয়েছে।
এই প্রযুক্তি প্রতিষ্ঠান জানিয়েছে যে তারা শেয়ারপয়েন্টের ২০১৬ এবং ২০১৯ সংস্করণের আপডেটের ওপর কাজ করছে। নিরাপত্তা আপডেট না পাওয়া পর্যন্ত গ্রাহকদের সার্ভারগুলো ইন্টারনেট থেকে সংযোগ বিচ্ছিন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরএ
সরকারি সংস্থা এবং ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে নথিপত্র লেনদেনের জন্য ব্যবহৃত সার্ভার সফটওয়ারে সাইবার হামলার বিষয়ে সতর্ক করে দিয়েছে মাইক্রোসফট। এজন্য গ্রাহকদের অবিলম্বে সুরক্ষা ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে এই টেক জায়ান্ট। খবর জিও নিউজের।
রোববার এফবিআই জানিয়েছে যে তারা সাইবার হামলা সম্পর্কে অবগত। এ বিষয়ে ফেডারেল এবং বেসরকারি খাতের অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে। তবে কোন বিস্তারিত তথ্য দেয়নি এফবিআই।
শনিবার জারি করা এক সতর্কতায় মাইক্রোসফট জানিয়েছে, সতর্কতা শুধুমাত্র প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবহৃত শেয়ারপয়েন্ট সার্ভারের ক্ষেত্রে প্রযোজ্য। এতে বলা হয়েছে ক্লাউডে থাকা মাইক্রোসফট ৩৬৫-এর শেয়ারপয়েন্ট অনলাইন আক্রমণের শিকার হয়নি।
প্রথম হ্যাকিংয়ের খবর প্রকাশ করেছিল ওয়াশিংটন পোস্ট। সংবাদ মাধ্যমটি জানিয়েছে যে গত কয়েকদিনে অজ্ঞাত হ্যাকাররা মার্কিন যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা এবং ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে সাইবার হামলা চালাতে একটি ত্রুটিকে কাজে লাগিয়েছে।
বিশেষজ্ঞদের বরাত দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, হ্যাকটি ‘জিরো ডে’ আক্রমণ হিসাবে পরিচিত। কারণ এক্ষেত্রে সার্ভারের অজানা দুর্বলতাকে ব্যবহার করে হ্যাকাররা। এতে লাখ লাখ সার্ভার ঝুঁকির মধ্যে পড়ে।
মাইক্রোসফট তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
রোববার মাইক্রোসফট জানায়, তারা শেয়ারপয়েন্ট সাবস্ক্রিপশন সংস্করণের জন্য নিরাপত্তা ব্যবস্থা আপডেট করেছে। এই আপডেট সুবিধা নিতে গ্র্হকদের অবিলম্বে আবেদন করতে বলা হয়েছে।
এই প্রযুক্তি প্রতিষ্ঠান জানিয়েছে যে তারা শেয়ারপয়েন্টের ২০১৬ এবং ২০১৯ সংস্করণের আপডেটের ওপর কাজ করছে। নিরাপত্তা আপডেট না পাওয়া পর্যন্ত গ্রাহকদের সার্ভারগুলো ইন্টারনেট থেকে সংযোগ বিচ্ছিন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরএ
উগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
২ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৪ ঘণ্টা আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৪ ঘণ্টা আগে