আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে রাস্তায় নামার আহ্বান মাদুরোর ছেলের

আমার দেশ অনলাইন

মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে রাস্তায় নামার আহ্বান মাদুরোর ছেলের
ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ভেনেজুয়েলার জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন নিকোলাস মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। সামাজিক মাধ্যমে শেয়ার করা অডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার সাবেক ক্যারিশম্যাটিক নেতা হুগো শ্যাভেজের প্রতিষ্ঠিত সাম্রাজ্যবাদবিরোধী সমাজতান্ত্রিক আন্দোলন টিকে থাকবে।

অডিও বার্তায় ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি শিগগিরই আমাদের রাস্তায় দেখতে পাবেন, আপনি আমাদের জনগণের পাশে দেখতে পাবেন, আপনি আমাদের মর্যাদার পতাকা ওড়াতে দেখবেন।’

বিজ্ঞাপন

গুয়েরা বলেন, ‘তারা আমাদের দুর্বল করতে চায়, কিন্তু আমরা দুর্বলতা দেখাব না।’ গুয়েরার বিরুদ্ধে মার্কিন কর্তৃপক্ষ ‘মাদক সন্ত্রাসবাদের’ অভিযোগ এনেছে।

শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। মাদুরোর ঘনিষ্ঠ বৃত্তের কেউ বিশ্বাসঘাতকতা করে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে বলে জল্পনা রয়েছে। এই জল্পনাকে সমর্থন করে গুয়েরা বলেন, ‘ইতিহাস বলবে কারা বিশ্বাসঘাতক ছিল, ইতিহাস তা প্রকাশ করবে।’

রোববার মাদুরোর কিছু সমর্থককে কারাকাসের রাস্তায় বিক্ষোভ করতে দেখা গেছে, তারা পতাকা উড়িয়ে এবং ক্ষমতাচ্যুত নেতার পোস্টার নিয়ে বিক্ষোভ করেন।

মাদুরো ও তার স্ত্রী ফ্লোরেস নিউইয়র্কের একটি কারাগারে বন্দি রয়েছেন। সোমবার তাকে আদালতে তোলার কথা রয়েছে।

নিকোলাস মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরার বিরুদ্ধেও মাদক পাচারের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তবে তাকে আটক করা হয়নি।

সূত্র: বিবিসি

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন