মধ্যপ্রাচ্য থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১১: ০৫
আপডেট : ১২ জুন ২০২৫, ১১: ২৩
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য বিপজ্জনক স্থানে পরিণত হতে পারে এ আশঙ্কায় কর্মী সরিয়ে নেয়া হচ্ছে বলে বুধবার জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে নোটিশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বুধবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে ইরাকি দূতাবাসের অনাবশ্যক কর্মী এবং তাদের ওপর নির্ভরশীলদের সরিয়ে নেয়া হবে। তবে কোন ধরনের নিরাপত্তা হুমকির কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি ওয়াশিংটন।

এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স আরো জানায়, বাহরাইন ও কুয়েত থেকে কর্মীদের স্বেচ্ছায় সরে যাওয়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে কুয়েত দূতাবাস এক বিবৃতিতে জানায়, তারা তাদের কর্মীদের অবস্থান পরিবর্তন করেনি।

কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির কার্যক্রমেও কোনো পরিবর্তন হয়নি। এটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি। এই সামরিক ঘাঁটির কর্মী বা পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার আদেশও দেয়া হয়নি।

অত্যাবশ্যক নয় এমন কর্মীকে সরিয়ে নেয়ার এই সিদ্ধান্ত এমন সময়ে নেওয়া হলো যখন অস্থির সময়ের মধ্যদিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত