আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাম্পের আমলে ওয়াল স্ট্রিটে সবচেয়ে বড় ধস

আমার দেশ অনলাইন
ট্রাম্পের আমলে ওয়াল স্ট্রিটে সবচেয়ে বড় ধস
ওয়াল স্ট্রিট। ছবি : ব্লুমবার্গ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর নতুন করে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর গত শুক্রবার (১০ অক্টোবর) বড় ধস নামে ওয়াল স্ট্রিটে। এপ্রিলের পর এটিই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের এক দিনের সবচেয়ে বড় পতন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমরা চীনা আমদানিতে শুল্ক ব্যাপকভাবে বাড়ানোর কথা ভাবছি।’ ট্রাম্পের এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা আবারও বেড়ে গেছে।

বিজ্ঞাপন

এর প্রভাবে ওয়াল স্ট্রিটে লেনদেন হওয়া প্রায় সাতটির মধ্যে ছয়টি কোম্পানির শেয়ার সূচক কমে গেছে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে শুরু করে ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান পর্যন্ত সবখানেই পতন দেখা গেছে।

এসঅ্যান্ডপি ৫০০ সূচক শুক্রবার ২ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৫২ দশমিক ৫১ পয়েন্টে। এপ্রিলের পর এটি সূচকটির এক দিনের সর্বোচ্চ পতন। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ কমেছে ৮৭৮ পয়েন্ট বা ১ দশমিক ৯ শতাংশ, দিনশেষে যা স্থির হয় ৪৫ হাজার ৪৭৯ দশমিক ৬০ পয়েন্টে। নাসডাক কম্পোজিট সূচক ৩ দশমিক ৬ শতাংশ কমে নেমেছে ২২ হাজার ২০৪ দশমিক ৪৩ পয়েন্টে।

প্রযুক্তি খাতের বড় কোম্পানিগুলোর পাশাপাশি খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর শেয়ারদরেও চাপ পড়েছে। জিন্স নির্মাতা লিভাই স্ট্রসের শেয়ারদর এক দিনে কমেছে ১২ দশমিক ৬ শতাংশ।

শুক্রবার আন্তর্জাতিক শেয়ারবাজারের জন্য ছিল মিশ্র ধারার। ইউরোপ ও এশিয়ার বাজারে বেশির ভাগ সূচকেই পতন দেখা গেছে। তবে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ। ছুটির পর লেনদেন শুরু হওয়ায় সেখানকার বাজারে কিছুটা ইতিবাচক সাড়া দেখা গেছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের নতুন শুল্ক হুমকি বৈশ্বিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এতে বিনিয়োগকারীদের আস্থা কিছুটা নড়বড়ে হয়েছে। সূত্র : এপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় গণঅধিকার পরিষদের নিন্দা

এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নতুন বাইজেন্টাইন: অস্থির বিশ্বের প্রেক্ষাপটে গ্রিস ও মধ্যপ্রাচ্যের সম্পর্ক

ব্যাংকে কোটিপতিদের অ্যাকাউন্ট ১ লাখ ২৮ হাজার

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষের জেরে ঢাকায় মানববন্ধন

এলাকার খবর
খুঁজুন