ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন

ট্রাম্পের সঙ্গে বৈঠক রাশিয়া যুদ্ধ বন্ধে সহায়তা করবে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ২০: ৫৪

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবারের বৈঠকের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জোর দিয়ে বলেন, বৈঠকের এজেন্ডায় সামরিক ও অর্থনৈতিক বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে-যা রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে সাহায্য করবে।

বুধবার সন্ধ্যায় জেলেনস্কি তার এক ভাষণে বলেন, শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে সামরিক ও অর্থনৈতিক উভয় দিক আমরা ইতোমধ্যে প্রস্তুত করে ফেলেছি। প্রতিটি বিবরণসহ সবকিছু প্রস্তুত। আমাদের এই বৈঠকের এজেন্ডা খুবই গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

বৈঠক প্রস্তুতিতে সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই আলোচনা সত্যি যুদ্ধকে সমাপ্তির কাছাকাছি নিয়ে আসতে সাহায্য করবে। আমেরিকা পারবে এ ধরনের বৈশ্বিক প্রভাব বিস্তার করতে। আর এ প্রচেষ্টায় বিশ্বের অন্যান্য দেশ যাতে আমাদের পাশে থাকে, সেটা নিশ্চিত করার জন্য আমরা সবকিছু করছি।

জেলেনস্কি জানান, ইউক্রেনের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদল ইতোমধ্যেই ওয়াশিংটনে অবস্থান করছেন। তারা আসন্ন বৈঠকের প্রাথমিক কার্যক্রম প্রস্তুত করতে এবং আমেরিকার প্রতিরক্ষা ও জ্বালানি সংস্থার সঙ্গে আলোচনা করতে সেখানে গেছেন বলে জানানো হয়।

তিনি জানান, আমেরিকান অস্ত্র সংগ্রহ করতে ইউক্রেন যৌথভাবে ইউরোপের বিভিন্ন অংশীদারদের সঙ্গে নিয়ে ‘ইউক্রেনের প্রয়োজনীয় অগ্রাধিকারপ্রাপ্ত তালিকা’ (পিইউআরএল) উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

রাশিয়ার বৃহত্তম তেল কোম্পানিগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞার জন্য যুক্তরাজ্যের পাশাপাশি গ্রিসের চলমান সমর্থনের জন্য তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ইউক্রেন প্রেসিডেন্ট।

এদিকে, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের সঙ্গে ফোনালাপের সময় জ্বালানি সহযোগিতা ও স্থিতিস্থাপকতা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে বলে উল্লেখ করেন জেলেনস্কি।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত