গাজায় নিহতের সংখ্যা ৬৩ হাজার ছাড়ালো

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ২১: ২২
ছবি: আল জাজিরা

দখলদার ইসরাইলি হামলায় প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল। ইসরাইলি বাহিনীর আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৩,০২৫ জনে পৌঁছেছে। এর একটি বড় অংশ শিশু ও নারী। এ সময় আহত হয়েছেন আরো আহত দেড় লাখেরও বেশি মানুষ।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ২৩ জন সাহায্যপ্রার্থীসহ অন্তত ৫৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ২২৪ জন।

মন্ত্রণালয় আরও জানায়, ২৭ মে থেকে ইসরাইল যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা জিএইচএফ এর মাধ্যমে একটি নতুন সাহায্য বিতরণ ব্যবস্থা চালু করার পর থেকে এখন পর্যন্ত অন্তত ২,২০৩ জন সাহায্যপ্রার্থী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৬,২২৮ জনেরও বেশি।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপত্যকাটিতে অপুষ্টিতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে করে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় অপুষ্টিতে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২২–এ, এর মধ্যে শিশু ১২১।

গাজার স্বাস্থ্য অবকাঠামো ইতোমধ্যে ভেঙে পড়েছে। বহু হাসপাতাল ধ্বংস হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, ফলে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া যাচ্ছে না। খাবার, পানি ও ওষুধের মারাত্মক ঘাটতির মধ্যে রয়েছে সাড়ে ২০ লাখেরও বেশি গাজাবাসী।

জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গাজায় চলমান পরিস্থিতিকে মানবিক বিপর্যয় বলে আখ্যায়িত করেছে এবং অবিলম্বে যুদ্ধবিরতি ও টেকসই মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত